শুভদিন অনলাইন রিপোর্টার:
নৌপরিবহন অধিদপ্তর কর্তৃক গঠিত বিশেষ টাস্কফোর্সের উদ্যোগে গতকাল বুধবার ( ২১ জানুয়ারি, ২০২৬) দিনব্যাপী নারায়ণগঞ্জ জেলার কাঁচপুর, সারুলিয়া ও রূপসী এলাকায় শীতলক্ষ্যা নদীতে লাইটার জাহাজসমূহকে ভাসমান গুদাম হিসেবে ব্যবহার প্রতিরোধে একটি যৌথ অভিযান পরিচালনা করা হয়।
উক্ত অভিযানে চট্টগ্রাম বন্দর হতে আগত গম, ছোলা, ডাবরি ও সয়াবিনবাহী মোট ২৫টি লাইটার জাহাজ পরিদর্শন করা হয়। পরিদর্শিত জাহাজসমূহের মধ্যে ১০ দিনের অধিক সময় অপেক্ষারত জাহাজের সংখ্যা ছিল ০৫টি এবং ২০ দিনের অধিক সময় অপেক্ষারত জাহাজের সংখ্যা ছিল ০৭টি।
এছাড়াও জাহাজে দীর্ঘদিন ধরে অবস্থানরত পণ্যের Consignee হিসেবে নাবিল গ্রুপ, মদীনা গ্রুপ, এস এস ট্রেডিং, আকিজ গ্রুপ, আলাল গ্রুপ, সিটি গ্রুপ, আরমান ফিড, বিশ্বাস গ্রুপ ও আর বি এগ্রো-এর প্রতিনিধিদের দ্রুততম সময়ের মধ্যে পণ্য খালাসের জন্য প্রয়োজনীয় নির্দেশনা প্রদান করা হয়।
নৌপরিবহন অধিদপ্তর কর্তৃপক্ষ জানায়, নদীর স্বাভাবিক নাব্যতা ও নৌ-চলাচল সচল রাখতে লাইটার জাহাজকে কোনোভাবেই ভাসমান গুদাম হিসেবে ব্যবহার করতে দেওয়া হবে না এবং এ বিষয়ে নিয়মিত অভিযান ও প্রয়োজনে মোবাইল কোর্ট পরিচালনা অব্যাহত থাকবে।