কুষ্টিয়ায় গণসংস্কৃতি পরিষদের পরিচিতি সভা ও সাংস্কৃতিক অনুষ্ঠান

নূর রিন্টু, বিশেষ সংবাদদাতা:

গতকাল ২৩ জানুয়ারী ২৬ প্রগতির শপথ মানবিক সমাজ গঠনের অঙ্গীকার
তরুণদের ঐক্যের ডাক নতুন যাত্রায় কুষ্টিয়া গণসংস্কৃতি পরিষদ
কুষ্টিয়া জেলা গণসংস্কৃতি পরিষদের উদ্যোগে পরিচিতি সভা ও সাংস্কৃতিক অনুষ্ঠান ডা: এস এম সবুজ এর সভাপতিত্বে কুষ্টিয়া গণঅধিকার পরিষদের কার্যালয়ে অনুষ্ঠিত হয়।
সভাপতির বক্তব্যে ডাঃ এস এম সবুজ বলেন,
“সংস্কৃতি হচ্ছে মানুষের বিবেকের ভাষা। অন্যায়ের বিরুদ্ধে কথা বলতে হলে আগে সেই বিবেককে জাগাতে হবে। গণসংস্কৃতি পরিষদ সেই দায়িত্ব নিয়েই মাঠে নেমেছে।”
অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন কেন্দ্রীয় গণসংস্কৃতি পরিষদের উপদেষ্টা হাবিবুর রহমান রিজু। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন কেন্দ্রীয় আহ্বায়ক আহসান হাবীব, জেলা গণঅধিকার পরিষদের সাধারণ সম্পাদক আব্দুল খালেক, কুষ্টিয়া-১ আসনের মনোনীত এমপি পদপ্রার্থী সাহাবুল, কুষ্টিয়া জেলা গণঅধিকার পরিষদের সাংগঠনিক সম্পাদক তৌকির আহমেদ, পৌর আহ্বায়ক ভিপি রঞ্জু, কুষ্টিয়া সদর উপজেলার সাংগঠনিক সম্পাদক রুমন হোসেন। যুব অধিকার পরিষদের আহ্বায়ক জিলহজ।
এছাড়াও উপস্থিত ছিলেন সদস্য সচিব শেখ আক্তার,জেসমিন যুথি, প্রধান শিক্ষক ও সংগঠনের নেতাকর্মীবৃন্দ।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *