তরিকুল ইসলাম:
অবসর সেনাদের অধিকার আমাদের অঙ্গীকার
অবসর সেনাদের অঙ্গীকার অবসার সেনারা জনতার
এই প্রতিপাদ্য নিয়ে নড়াইল জেলার নড়াগাতী থানার অবসরপ্রাপ্ত সশস্ত্র বাহিনী মিলন মেলার আয়োজন করে।
অবসরপ্রাপ্ত সামরিক সদস্যদের অধিকার, কল্যাণ ও সামাজিক নিরাপত্তা নিশ্চিত করার দাবিতে অবসরপ্রাপ্ত সশস্ত্র বাহিনী অধিকার পরিষদের বার্ষিক প্রতিনিধি সম্মেলন অনুষ্ঠিত হয়েছে। শনিবার ২৪ জানুয়ারি ২০২৬ সকাল ১১টায় নড়াগাতী বাজারে আয়োজিত এ সম্মেলনে সংগঠনের নেতৃবৃন্দ অবসরপ্রাপ্ত সামরিক সদস্যদের অধিকার প্রতিষ্ঠার লক্ষ্যে ঐক্যবদ্ধ আন্দোলনের আহ্বান জানান।
সম্মেলনের আয়োজন করে অবসরপ্রাপ্ত সশস্ত্র বাহিনী অধিকার পরিষদ, নড়াগাতী থানা শাখা। এতে সভাপতিত্ব করেন অনাঃ ক্যাপ্টেন শেখ আবুল কালাম।
প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন নড়াইল জেলা বিএনপির বারবার নির্বাচিত সভাপতি বিশ্বাস জাহাঙ্গীর আলম ।
বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সংগঠনের জেলা সভাপতি মোঃ ফরিদ আহমেদ।
অনুষ্ঠান সঞ্চালনা করেন মোঃ মনিরুজ্জামান (মনির)।
প্রধান অতিথি তাঁর বক্তব্যে বলেন, “অবসরপ্রাপ্ত সশস্ত্র বাহিনী অধিকার পরিষদের পাশে ছিলাম, আছি এবং ইনশাআল্লাহ ভবিষ্যতেও থাকব। অবসরপ্রাপ্ত সামরিক সদস্যদের ন্যায্য অধিকার আদায়ে সবাইকে ঐক্যবদ্ধ হতে হবে।”
তিনি আরও বলেন, অবসরপ্রাপ্ত সেনা, নৌ ও বিমান বাহিনীর সদস্যরা দেশের স্বাধীনতা ও সার্বভৌমত্ব রক্ষায় গুরুত্বপূর্ণ ভূমিকা রেখেছেন। কিন্তু অবসর পরবর্তী সময়ে তাদের অনেকেই সামাজিক ও অর্থনৈতিক বৈষম্যের শিকার হচ্ছেন। তাই অবসরপ্রাপ্ত সদস্যদের পেনশন, চিকিৎসা, পুনর্বাসন ও সামাজিক মর্যাদা নিশ্চিত করা রাষ্ট্রের নৈতিক দায়িত্ব।
সম্মেলনে বক্তারা সংগঠনকে শক্তিশালী করা, কেন্দ্রীয় ও তৃণমূল পর্যায়ে সাংগঠনিক কার্যক্রম জোরদার করা এবং অবসরপ্রাপ্ত সামরিক সদস্যদের দাবিগুলো সরকারের কাছে তুলে ধরার বিষয়ে গুরুত্বারোপ করেন।
সম্মেলনে সংগঠনের বিভিন্ন স্তরের নেতাকর্মী, অবসরপ্রাপ্ত সামরিক সদস্য, স্থানীয় গণ্যমান্য ব্যক্তি ও সাংবাদিকরা উপস্থিত ছিলেন।