মেহেরপুর প্রতিনিধি:
গাংনীতে অনিয়ম দুর্নীতির দায়ে বেতবাড়ীয়া মাধ্যমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক রফিকুল ইসলামের পদত্যাগের দাবিতে এলাকার ছাত্র –জনতার অবস্থান কর্মসূচি ও বিক্ষোভ সমাবেশ অনুষ্ঠিত । রবিবার সকাল সাড়ে ১০ টার সময় বেতবাড়ীয়া মাধ্যমিক বিদ্যালয়ের শিক্ষার্থী ও এলাকার অভিভাবক এবং বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের নেতা কর্মীরা অবৈধভাবে নিয়োগকৃত প্রধান শিক্ষক ও অসাধু ম্যানেজিং কমিটির সভাপতির (সাইদুর রহমান মেম্বও, আওয়ামীলীগ নেতা বর্তমানে পলাতক) যোগসাজশে গোপনে শিক্ষক কর্মচারী নিয়োগ দিয়ে লাখ লাখ টাকা নিয়োগ বানিজ্যে করে হাতিয়ে নিয়েছে এমন অভিযোগে তার পদত্যাগ দাবি করা হয়েছে বলে জানা গেছে। অবৈধ প্রধান শিক্ষক রফিকুল ইসলাম বিদ্যালয়ে যোগদানের পর থেকে স্কুলের লেখাপড়ার মান নিম্মগামী হয়েছে। অযোগ্য শিক্ষক ও কর্মচারীদের নিয়োগ দেয়া , বিদ্যালয়ের নামে ৬০ বিঘা জমি বর্গা দেয়ার বাৎসরিক হিসাব-নিকাশ, নানা অযুহাতে শিক্ষার্থীদের নিকট থেকে টাকা আদায় ,ফলে বিদ্যালয়টি বর্তমানে ধ্বংসের মুখে। ্এসব অভিযোগ নিয়ে অসংখ্য ছাত্র জনতা বিক্ষোভ মিছিল সহকারে বিদ্যালয়ে নানা শ্লোগান দিয়ে প্রবেশ করে এবং প্রধান শিক্ষকের পদত্যাগ দাবি করে অফিস কক্ষে তালা ঝুলিয়ে দেয়। একপর্যায়ে বিদ্যালয়ের শিক্ষক ছাত্ররা প্রধান শিক্ষকের অপসারন দাবি করেন।
বিদ্যালয়ে বিশৃঙ্খলা দেখা দেয়ার খবর পেয়ে মেহেরপুরে দায়িত্ব প্রাপ্ত সেনাবাহিনীর সদস্যবৃন্দ, গাংনী উপজেলা নির্বাহী অফিসার প্রীতম সাহা, মাধ্যমিক শিক্ষা অফিসার ঘটনা স্থল পরিদর্শন করেন এবং উদ্ভূত পরিস্থিতি নিয়ন্ত্রণে আনেন। সেনাবাহিনীর কর্মকর্তা ও উপজেলা নির্বাহী অফিসার ছাত্র জনতার অভিযোগ বিবেচনায় নিয়ে ১ মাসের জন্য সময় বেঁধে দেন এবং ছাত্র জনতার দাবিগুলো লিপিবদ্ধ করেন। এব্যাপারে উপজেলা নির্বাহী অফিসার প্রীতম সাহা জানান, ছাত্র জনতার দাবিগুলো নিয়ে প্রধান শ্ক্ষিককে ১ মাসের সময় বেঁধে দেয়া হয়েছে। এর মধ্যে দাবিগুলোর প্রেক্ষিতে যথাযথঃ ব্যবস্থা গ্রহন করবেন এবং আর্থিক বিষয়ে সঠিক হিসাব নিকাশ প্রদান করবেন । নইলে অভিযুক্ত প্রদান শিক্ষকের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেয়া হবে।