গাংনীতে ছিনতাইকারীদের বোমা হামলায় ওষধ কোম্পানীর সেলসম্যান আহত

মেহেরপুর প্রতিনিধি :
গাংনী ছিনতাইকারীদের বোমা হামলায় ওষধ কোম্পানীর রিপ্রেজেন্টেটিভ সাজাদুর রহমান (৩৫) নামের একজন আহত হয়েছে। শুক্রবার দিবাগত রাতে উপজেলার করমদি (পাগলার ব্রিজ মোড়) ভোমরদহ বিলপাড়া সড়কের চোরপোতা নামক স্থানে রাত আনুমানিক সাড়ে ৮ টার দিকে এই বোমা হামলা ও মোটরসাইকেল সহ নগদ টাকা ছিনতাইয়ের ঘটনাটি ঘটে। আহত রিপ্রেজেন্টেটিভ সাজাদুর রহমান নাটোর জেলার বাগাদিপাড়া উপজেলার পাচারিয়া গ্রামের সেকেন্দার আলীর ছেলে।
জানা গেছে, প্রাণি সম্পদ বিভাগে ওষধ সাপ্লাইয়ের কাজের সুবাদে রিপ্রেজেন্টেটিভ সীমান্ত এলাকা তেঁতুলবাড়ীয়া, খাসমহল, রংমহল, সহড়াতলা, রামদেবপুর গ্রামে টাকা পয়সা আদায় শেষে মোটর সাইকেলযোগে রাতের বেলায় গাংনী শহরে আসার পথে করমদি ভোমরদহ সড়কের মাঝামাঝি স্থানে পৌছালে ৫/৬ জনের একটি সংঘবদ্ধ ছিনতাইকারীদল রাস্তায় গতিরোধ করে প্রথমতঃ মারপিট করে। একপর্যায়ে তার নিকট থেকে নগদ ২০ হাজার টাকা ও ডিসকভারী মোটরসাইকেলটি ছিনতাই কওে নিয়ে যায়। এসময় রিপ্রেজেন্টেটিভ বাঁধা প্রদান করলে ছিনতাইকারীরা প্রাণনাশের হুমকি দেয় এবং বোমা ছুড়ে মারে। এতে রিপ্রেজেন্টেটিভ মারাত্মকভাবে আহত হয়। তার দুটি হাত বোমাঘাতে ক্ষতবিক্ষত হয়ে যায়। এসময় তার চিৎকারে আশেপাশের লোকজন ছুটে এসে আহত ব্যক্তিকে গাংনী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেয়।
হাসপাতালের কর্তব্যরত ডাক্তার এম কে রেজা প্রাথমিক চিকিৎসা দেয়। তার শারীরিক অবস্থা আশঙ্কাজনক হওয়ায় ডাক্তার তাকে কুষ্টিয়া মেডিকেল কলেজ হাসপাতালে রেফার্ড করেন। এব্যাপারে গাংনী থানার অফিসার্স ইনচার্জ (ওসি) তাজুল ইসলাম জানান, বোমা হামলায় আহত ও মোটর সাইকেল ছিনতাইয়ের ঘটনার খবর পেয়ে ঘটনাস্থলে পুলিশ পাঠানো হয়েছে। ছিনতাইকারীদের ধরতে পুলিশ অভিযান শুরু করেছে।

Related posts

Leave a Comment