কারাগারে গান বাংলার তাপস, রিমান্ড শুনানি বুধবার

শুভদিন অনলাইন রিপোর্টার:
গান বাংলা টেলিভিশনের প্রধান নির্বাহী কৌশিক হোসেন তাপসকে হত্যাচেষ্টা মামলায় গ্রেপ্তারের পর তাকে আদালতে হাজির করে তার ৭ দিন রিমান্ড চেয়েছে পুলিশ। তবে রিমান্ড শুনানি আগামী ৬ নভেম্বর অনুষ্ঠিত হবে। ঢাকা মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট মো. সাইফুজ্জামান এ আদেশ দেন।

আদালত সূত্র জানায়, তাপসকে গত ১৮ জুলাই কোটা আন্দোলনে রাজধানীর আজমপুরে ব্যবসায়ী ইশতিয়াক মাহমুদকে হত্যার চেষ্টার অভিযোগে দায়ের করা মামলায় গ্রেপ্তার দেখানো হয়েছে।

এর আগে তাপসকে সোমবার ভোরে রাজধানীর উত্তরা এলাকা থেকে গ্রেপ্তার করে পুলিশ।

উত্তরা পূর্ব থানার উপপরিদর্শক মো. মহিবুল্লাহ তাকে আদালতে হাজির করে জানান, তাপস সহিংসতা এবং ব্যবসায়ীকে হত্যাচেষ্টা সম্পর্কে জানেন। তাই ঘটনার গুরুত্বপূর্ণ তথ্য জানতে তাকে রিমান্ডে নেওয়া দরকার।

মামলার এজাহারে বলা হয়, গত ১৮ জুলাই আজমপুর হাবিবুল্লাহ উচ্চ বিদ্যালয়ের সামনে কোটা সংস্কার আন্দোলনে অংশ নেন ইশতিয়াক। সেখানে তিনি গুলিবিদ্ধ হন। এ ঘটনায় গত ২৯ সেপ্টেম্বর তিনি নিজেই উত্তরা পূর্ব থানায় সাবেক মহাপরিদর্শক চৌধুরী আবদুল্লাহ আল-মামুনসহ ১২৬ জনের বিরুদ্ধে মামলা করেন।

Related posts

Leave a Comment