ঘুমহীন এক শতাব্দী
-আকাশমণি
তোমার ঘন নিশ্বাসের উত্তাপে পুড়েছে
চোখের গভীরে থাকা ঘুমের ডিপো
শিরা-উপশিরায় রক্ত না যেন আগুন স্রোত।
লোমকূপে লোমকূপে প্রেমের দহন
ঘুমহীন করেছে এক শতাব্দীর…
তুমি শান্তির ঘুমে শীতল
মুঠোফোনে ভেসে আসা শ্বাসপ্রশ্বাস
আমাকে ভয়ংকর উত্তেজনায় মাতাল করে।
আমি ডুবে যায় কল্পনায়
নিয়ে যায় তোমার দেহের পাশে নীজেকে
আমার কল্পনার হাত স্পর্শ করে
তোমার বুকের তাজা মাংসপিণ্ড
ঘুমদেহ ঘেমে ওঠে
ভিজে যায় শাড়ি, যত্নে রাখা মৌ হাড়ি।
আমি খুলে ফেলি অঙে জড়ানো বস্ত্র
নগ্নদেহ যেনো এক পৃথিবী সুখ
তোমার শরীর জুড়ে খেলা করছে
আমার যতো সুখ।
নাক ডুবিয়ে দিই তোমার বুকের ভাজে
তুমি স্পর্শ অনুভব করো চোখ বুজে।
সাপের মতো বেঁকে যাও কামনার শিস দিয়ে
আমিও দক্ষ চাষি হই প্রেমের ফুল ফোটাতে।