মোঃশফিকুল ইসলাম দুলাল,ঠাকুরগাঁও প্রতিনিধিঃ
ঠাকুরগাঁওয়ে ডিজেল, পেট্রোল, সারসহ নিত্য প্রয়োজনীয় দ্রব্যমূল্যের অস্বাভাবিক উর্দ্ধগতি ও কৃষকের উৎপাদিত ফসলের ন্যায্য মূল্যের দাবিতে জাতীয় পার্টির প্রতিবাদ সভা অনুষ্ঠিত হয়। বুধবার বিকালে সদর উপজেলার আউলিয়াপুর বোর্ড অফিস বাজারে এ প্রতিবাদ সভার আয়োজন করা হয়।
জাতীয় পার্টি ঠাকুরগাঁও জেলা শাখার আয়োজনে প্রতিবাদ সভায় জাতীয় পার্টির নেতা মিজানুর রহমানের সভাপতিত্বে বক্তব্য দেন, প্রধান অতিথি সংগঠনের কেন্দ্রীয় কমিটির সাংগঠনিক সম্পাদক ও উপজেলা পরিষদ চেয়ারম্যান এ্যাড. জুলফিকার হোসেন, বিশেষ অতিথি কেন্দ্রীয় কমিটির যুগ্ম সাংগঠনিক সম্পাদক উপজেলা ভাইস চেয়ারম্যান তিতাস মোস্তফা, প্রধান বক্তা ঠাকুরগাঁও জেলা জাতীয় পার্টির সাধারণ সম্পাদক রেজাউল রাজী স্বপন চৌধুরী।
অন্যান্যের মধ্যে বক্তব্য দেন, জেলা জাতীয় পার্টির সহ সভাপতি হাবিবুর রহমান, যুগ্ম সাধারণ সম্পাদক সালেকুল হক টুলু, সহ সাধারণ সম্পাদক মমতাজুল রহমান মন্তা, সংগঠনের নেতা সিদ্দিকুর রহমান সিদ্দিক, হাশেম, আমিরুল, রায়হান, দুলাল, শ্যামল, আলমগীর, শাহিন, কাদের, ইদু, হামিদুর, জিলানী, মামুন, হাসিবুল ইসলাম প্রমুখ।
এছাড়াও এ অবস্থায় অসাধু চক্র ও ব্যবসায়ি সিন্ডিকেটকে চিহ্নিত করে তাদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেওয়ার জোর দাবি জানানো হয় প্রতিবাদ সভা থেকে।