-বাতেন বাহার
আর কিছু বুঝি বা না বুঝি
আকাশ মাটির ব্যবধান মনের গভীরে এখনো প্রকট
তাই বেলতলা যেতে পারিনা।
আমি জানি সাইবেরিয়া থেকে
উষ্ণ অভয়ারণ্যের খোঁজে
উড়ে আসা ক্লান্ত পাখি সময়ের ব্যবধানে
ফিরে যাবে আপন গন্তব্যে।
তখন শূণ্য হাওর বিল ঝিল
সবই খাঁ খাঁ করবে
ভালোবাসা কাঁদবে একান্ত নীরবে,
সেজন্য আমি অতিথি পাখিকে নয়
কেবল তোমাকেই ভালোবাসি
আর ভােলাবাসি কাজল মাটির গন্ধে
বেড়ে উঠা পাখির চেনা কন্ঠস্বর।