আমির হোসেন আমুর সাথে ১৪ দলের বৈঠক অনুষ্ঠিত

শুভদিন অনলাইন রিপোর্টার:
বিএনপির গণসমাবেশের নামে অপরাজনীতি থামাতে আওয়ামী লীগ নেতৃত্বাধীন ১৪ দলীয় জোট বৈঠক করেছে।
বৃহস্পতিবার (৮ ডিসেম্বর) দুপুরে ইস্কাটনে জোটের সমন্বয়ক ও আওয়ামী লীগের উপদেষ্টা পরিষদের সদস্য আমির হোসেন আমুর বাসভবনে এ বৈঠক অনুষ্ঠিত হয়।
বৈঠকে অংশগ্রহণ করেছেন ওয়ার্কার্স পার্টির সভাপতি রাশেদ খান মেনন, জাতীয় সমাজতান্ত্রিক দল জাসদ সভাপতি হাসানুল হক ইনু, সাম্যবাদী দলের কমরেড দিলীপ বড়ুয়া, ওয়ার্কার্স পার্টির সাধারণ সম্পাদক ফজলে হোসেন বাদশা এমপি, তরিকত ফেডারেশনের চেয়ারম্যান নজিবুল বশর মাইজ ভান্ডারি, বাসদ এর সভাপতি রেজাউর রশীদ রেজা, জাতীয় পার্টির-জেপির চেয়ারম্যান আনোয়ার হোসেন মঞ্জু এবং মহাসচিব শেখ শহিদুল ইসলামসহ জোটের অন্য নেতারা।বৈঠকে সভাপতিত্ব করেন আওয়ামী লীগের উপদেষ্টা পরিষদের সদস্য ১৪ দলের সমন্বায়ক আমির হোসেন আমু।
বৈঠকে বিএনপির সরকার বিরোধী আন্দোলন, সামনে জোটগত জাতীয় নির্বাচনসহ রাজনৈতিক বিভিন্ন গুরুত্বপূর্ণ ইস্যু নিয়ে আলোচনায় হয়েছে বলে একাধিক সূত্র জানিয়েছে।

Related posts

Leave a Comment