-বাতেন বাহার
যার সাথে দেখা নেই কখনো আমার
তার কথা এই মনে কেন বার বার!
চুপি চুপি এসে যায় বুঝতে না পারি
আমার সকল কাজে ছোঁয়া যেন তারি।
যার সাথে দেখা নেই সে কেন আমার
আলগোছে খোলে রোজ হৃদয়ের দ্বার?
কেন মনে ছবি হয় তার প্রিয় মুখ
অভিসারে ডেকে মােরে কেন মেলে বুক?
যার সাথে দেখা নেই কেন তার মন
এই মনে কথা কয় পরীর মতন?
চোখ তার কেন ডোবে আমার এ চোখে?
কী সাহসে সে আমার ঘরে একা ঢোকে?
জানি নাতো সে কী চায় কিবা তার আশা!
আমার এ মন জুড়ে কবিতার ভাষা,
কবিতাই সুখে দুখে হৃদয়ের রাণী
তার চেয়ে প্রিয় আর কাইকে না জানি।
(‘কিশোর বেলার মাকে’- থেকে)