সন্দ্বীপ প্রতিনিধিঃ
সন্দ্বীপ পৌরসভায় এ যাবৎকালের সর্বোচ্চ বাজেট অধিবেশন ব্যাপক উপস্থিতি ও বর্ণাঢ্য অনুষ্ঠানের মধ্যদিয়ে পৌরসভার ২০২৩ -২০২৪ অর্থ বৎসরের প্রস্তাবিত বাজেট ঘোষণা অনুষ্ঠান ১৫ জুলাই শনিবার সকাল ১০.০০ ঘটিকায় সন্দ্বীপ পৌরসভা হলরুমে পৌর মেয়র মোক্তাদের মাওলা সেলিম এর সভাপতিত্বে অনুষ্ঠিত হয়েছে। এতে প্রস্তাবিত ৪০ কোটি আশি লক্ষ টাকা উন্নয়ন খাতে , তিন কোটি ১২ লক্ষ এগারো হাজার নয় শত পঁয়ষট্টি টাকা রাজস্ব খাতে, সর্বমোট ৪৩ কোটি ৯২ লক্ষ এগারো হাজার নয় শত পঁয়ষট্টি টাকার বাজেট ঘোষণা করেন সন্দ্বীপ পৌরসভার মেয়র মোক্তাদের মাওলা সেলিম। এসময় প্রধান অতিথি বক্তব্য রাখেন নৌ পরিবহন মন্ত্রনালয়ের সংসদীয় স্থায়ী কমিটির সদস্য আলহাজ্ব মাহফুজুর রহমান মিতা এমপি। বাজেট অধিবেশনে উপস্থিত পৌরবাসির উদ্দেশ্য তিনি বলেন প্রধানমন্ত্রী শেখ হাসিনার দূরদর্শী নেতৃত্বে বাংলাদেশ এগিয়ে যাচ্ছে, তারই ধারাবাহিকতায় এগিয়ে গেছে সন্দ্বীপ তথা সন্দ্বীপ পৌরসভার উন্নয়ন। UGllP প্রজেক্ট এর মতো বিশাল প্রকল্প আমরা অন্তর্ভুক্তি করতে পেরেছি প্রধানমন্ত্রী শেখ হাসিনার সু-দৃষ্টি সন্দ্বীপের প্রতি ছিল বলে এত বড় বাজেট দিতে পেরেছি। পৌর মেয়র এর উদ্দেশ্য এমপি পৌরসভা কে শতভাগ বিদ্যুতায়ন করতে এবং জনগণের চাহিদার প্রতি নজর দিতে বলেন।তিনি আরো বলেন আইনের সুশাসন প্রতিষ্ঠায় কাজ করতে হবে যাতে করে সামাজিক অবক্ষয় না হয়, আমার ছেলেরা মাদকের সাথে জড়িত না হয়।মানুষের প্রতি সু-শাসন নিশ্চিত করতে পারি সে লক্ষে কাজ করতে হবে।
এসময় বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সন্দ্বীপ উপজেলা নির্বাহী কর্মকর্তা সম্রাট খীসা, সন্দ্বীপ উপজেলা পরিষদের চেয়ারম্যান মাঈন উদ্দিন মিশন, উপজেলা আওয়ামী লীগের সহ সভাপতি অধ্যাক্ষ জামিল ফরহাদ, গাছুয়া ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান আবু হেনা, হরিশপুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান আবুল কাশেম মোল্লা, সন্দ্বীপ পৌরসভার কাউন্সিলর বৃন্দ, কর্মকর্তা কর্মচারী বৃন্দ ও সূধী সমাবেশ।