আড়ি

-কাজী মোঃ হাসান

খুকুমণি- রাগ করেছে ভারি,
কয়না কথা সবার সাথে আড়ি।
খুকুমণি- এলো খোঁপার ফুল,
ছিঁড়ে ফেলে ছোট্ট কানের দুল।

খুকুমণি- বকুল ফুলের মালা,
খুলে ফেলে নাকের নোলক বালা।
খুকুমণি- পায়ের নুপুর খানি,
ভেঙ্গে ফেলে আছড়ে আঘাত হানি।

খুকুমণি- মান করেছে ভারি,
পরবে না আর আকাশ বরণ শাড়ী।
খুকুমণি- পণ করেছে, ভবে
বৌ হবেনা যতই বলুক সবে!

Related posts

Leave a Comment