শুভদিন অনলাইন রিপোর্টার:
সাবেক মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের বিরুদ্ধে ফৌজদারি অভিযোগ আনা হয়েছে। ২০২০ সালের প্রেসিডেন্ট নির্বাচনে পরাজিত হওয়ার পর তিনি ফলাফল বাতিল করার চেষ্টা চালিয়েছিলেন বলে আনুষ্ঠানিকভাবে অভিযোগ আনা হয়েছে তার বিরুদ্ধে। তার ওই চেষ্টার চলে ইউএস ক্যাপিটলে দাঙ্গার সৃষ্টি হয়েছিল।
তবে আবারো প্রেসিডেন্ট নির্বাচনে অংশগ্রহণে দৃঢ়প্রতিজ্ঞ ট্রাম্প অন্যায় কিছু করার কথা অস্বীকার করেছেন।
তিনি ইতোমধ্যেই আরো দুটি মামলায় অভিযুক্ত হয়েছে। এর একটি হলো গোপন নথিপত্র যথাযথভাবে সামাল না দেয়া এবং এক পর্ন তারকাকে মুখ বন্ধ রাখার জন্য তাকে অর্থ প্রদান করা।
নির্বাচন তদন্তকারীরা প্রেসিডেন্ট নির্বাচনে পরাজয়ের পর ট্রাম্পের দুই মাসের কার্যক্রমের ওপর নজরদারি করেন। একপর্যায়ে ট্রাম্পের সমর্থকেরা ওয়াশিংটন ডিসিতে দাঙ্গার সৃষ্টি করে, কংগ্রেসে ঢুকে পড়ে।
তদন্তে নেতৃত্বদানকারী মার্কিন বিচার বিভাগের বিশেষ আইনজীবী জ্যাক স্মিথ মঙ্গলবার সন্ধ্যায় বলেন, ‘আমাদের জাতির রাজধানীতে ২০২১ সালের ৬ জানুয়ারির হামলাটি ছিল আমেরিকান গণতন্ত্রের আসনের ওপর নজিরবিহীন আক্রমণ।’
ট্রাম্পের আগামী বৃহস্পতিবার ওয়াশিংটন ডিসিতে আদালতে হাজির হওয়ার কথা রয়েছে।
সূত্র : বিবিসি, আল জাজিরা