বিশ্বকাপ ভেন্যু বদলের অনুরোধ জানিয়ে দ্বিতীয় দফায় আইসিসিকে বিসিবির চিঠি

শুভদিন অনলাইন রিপোর্টার:

আসন্ন টি–টোয়েন্টি বিশ্বকাপে বাংলাদেশের ম্যাচগুলো ভারত থেকে সরিয়ে শ্রীলঙ্কায় নেওয়ার অনুরোধ জানিয়ে আন্তর্জাতিক ক্রিকেট কাউন্সিলকে (আইসিসি) আজ দ্বিতীয় দফা ইমেইল করেছে বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)।
আসন্ন টি–টোয়েন্টি বিশ্বকাপে বাংলাদেশের ম্যাচগুলো ভারত থেকে সরিয়ে শ্রীলঙ্কায় আয়োজনের অনুরোধ জানিয়ে আন্তর্জাতিক ক্রিকেট কাউন্সিলকে (আইসিসি) দ্বিতীয় দফা ইমেইল পাঠিয়েছে বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)।
বৃহস্পতিবার (৮ জানুয়ারি) বিষয়টি নিশ্চিত করে বিসিবির এক পরিচালক বলেন, ‘চিঠি পাঠানো হয়েছে। আমরা এখন তাদের জবাবের অপেক্ষায় আছি।’
এর আগে বিসিবির প্রথম অনুরোধের জবাবে আইসিসি বুধবার জানায়, টুর্নামেন্টের মাত্র এক মাস আগে ভেন্যু বদল করা কঠিন। ভারতে খেলার ব্যাপারে বাংলাদেশ যে নিরাপত্তাশঙ্কার কথা জানিয়েছে, সে রকম কিছু হবে না বলেও আশ্বস্ত করেছে আইসিসি।
তবে তারা বলেছে, বিশ্বকাপের পূর্ণাঙ্গ নিরাপত্তা পরিকল্পনা চূড়ান্ত হওয়ার পর বিসিবি বাড়তি কিছু যোগ করতে চাইলে সেটা বিবেচনা করা হবে। দ্বিতীয় দফায় পাঠানো ইমেইলের জবাব শনিবারের মধ্যে আসবে বলে আশা বিসিবির।
আইসিসির জবাব পাওয়ার পর বুধবার বিকেলে যুব ও ক্রীড়া উপদেষ্টা অধ্যাপক আসিফ নজরুলের সঙ্গে সাক্ষাৎ করেন বিসিবি সভাপতি আমিনুল ইসলাম ও কয়েকজন বোর্ড পরিচালক। সাক্ষাতের পর সংবাদমাধ্যমের কাছে ভারতে বিশ্বকাপের ম্যাচ না খেলার সিদ্ধান্তে অটল থাকার কথা জানান উপদেষ্টা। তিনি বলেন, ‘ভারতে নিরাপদে খেলার মতো পরিস্থিতি নেই। বাংলাদেশের মর্যাদার প্রশ্নে আমরা কোনো আপস করব না। আরেক আয়োজক দেশ শ্রীলঙ্কা, সেখানে খেলতে চাই। দেশের মর্যাদার বিনিময়ে আমরা বিশ্বকাপ ক্রিকেট খেলতে চাই না।’
ভারতীয় ক্রিকেট বোর্ড (বিসিসিআই) আইপিএলের দল কলকাতা নাইট রাইডার্স থেকে বাংলাদেশের ক্রিকেটার মোস্তাফিজুর রহমানকে বাদ দেওয়ার সিদ্ধান্ত জানানোর পরই বিসিবি ভারতের নিরাপত্তা নিয়ে প্রশ্ন তুলে সেখান থেকে বাংলাদেশের ম্যাচ সরিয়ে নেওয়ার দাবি তোলে। বিসিবির বক্তব্য, বিশ্বকাপের সময় ক্রিকেটাররা ছাড়াও বাংলাদেশ থেকে সাংবাদিক, পৃষ্ঠপোষক ও অনেক দর্শকও যাবেন খেলা দেখতে। বর্তমান পরিস্থিতিতে সেখানে বাংলাদেশের কেউই নিরাপদ নন।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *