বান্দরবান প্রতিনিধ:
বান্দরবানের থানচি, রোমা ও রোয়াংছড়ি উপজেলা নির্বাচন স্থগিত করেছে নির্বাচন কমিশন (ইসি)।
যৌথ অভিযানের কারণে বান্দরবানের এই তিন উপজেলায় নির্বাচন স্থগিত করা হয়েছে বলে জানিয়েছেন ইসি সচিবালয়ের সচিব মো. জাহাঙ্গীর আলম।
আজ মঙ্গলবার আন্তঃমন্ত্রণালয়ের সভা শেষে সাংবাদিকদের তিনি একথা জানান।
সচিব বলেন, ‘বর্তমানে বান্দরবানের থানচি, রোমা ও রোয়াংছড়ি উপজেলায় আইনশৃঙ্খলা বাহিনী দায়িত্ব পালন করছে। এজন্য এ তিন উপজেলার নির্বাচন স্থগিত করা হয়েছে। পরে সুবিধাজনক সময়ে এসব উপজেলায় ভোট অনুষ্ঠিত হবে।’
মঙ্গলবার নির্বাচন ভবনে ষষ্ঠ উপজেলা ভোট নিয়ে আন্তঃমন্ত্রণালয় সভায় সিইসি কাজী হাবিবুল আউয়ালের সভাপতিত্বে এক সভায় এ সিদ্ধান্ত হয়।
চার নির্বাচন কমিশনার, জননিরাপত্তা বিভাগ, জনপ্রশাসন, পুলিশ, বিজিবি, র্যাব, আনসার ও ভিডিপিসহ বিভিন্ন মন্ত্রণালয় ও সংস্থার শীর্ষ কর্মকর্তারা বৈঠকে উপস্থিত ছিলেন।
সভা শেষে ইসি সচিবালয়ের সচিব মো. জাহাঙ্গীর আলম জানান, সভায় আইনশৃঙ্খলা বাহিনীর সঙ্গে সম্পৃক্ত ও প্রশাসনসহ সংশ্লিষ্ট কর্মকর্তাদের সমন্বিতভাবে কাজ করার নির্দেশনা দেওয়া হয়।