শুভদিন অনলাইন রিপোর্টার:
চার বিভাগে আবহাওয়া অফিসের দেওয়া তাপপ্রবাহের সতর্কবার্তা বা ‘হিট অ্যালার্ট’ প্রত্যাহার করা হয়েছে। ৪৮ ঘণ্টার জন্য দেওয়া ওই সতর্কবার্তা ২৪ ঘণ্টার মধ্যে প্রত্যাহার করল আবহাওয়া অধিদপ্তর।
সংবাদমাধ্যমকে এ তথ্য নিশ্চিত করেছেন অধিদপ্তরের আবহাওয়াবিদ এ কে এম নাজমুল হক। তিনি বলেন, ‘তাপপ্রবাহ অনেকটা প্রশমিত হওয়ায় তাপপ্রবাহের সতর্কবার্তা উঠিয়ে নেওয়া হয়েছে।’
ঢাকার পশ্চিমাঞ্চলসহ খুলনা, রংপুর ও রাজশাহী বিভাগের ওপর দিয়ে মৃদু থেকে মাঝারি তাপপ্রবাহ বয়ে যাবে- এই চার বিভাগে ৪৮ ঘণ্টার সতর্কবার্তা দিয়েছিল আবহাওয়া অধিদপ্তর।
কিন্তু শনিবার সকাল থেকেই রাজধানীর আকাশ মেঘে ঢাকা ছিল। কোথাও কোথাও গুঁড়ি গুঁড়ি বৃষ্টিও হয়েছে। দেশের কিছু জেলা ছাড়া সব এলাকায় তাপমাত্রা কমেছে বিগত কয়েক দিনের তুলনায়।