শুভদিন অনলাইন রিপোর্টার:
সিনেমায় ঘনিষ্ঠ দৃশ্যে অভিনয় করা অনেকের জন্য অস্বস্তিদায়ক হলেও তা করতেই হয় গল্পের প্রয়োজনে। তেমনই অভিজ্ঞতার মুখোমুখি হয়েছেন বলিউড অভিনেত্রী রানী মুখার্জি। ২০০৪ সালে মুক্তি পাওয়া ‘হাম তুম’ সিনেমার শুটিং সেটের ঘটনা। সাইফ আলি খানের সাথে চুমুর দৃশ্যে খুবই অস্বস্তি বোধ করেন তিনি। তবুও এ দৃশ্য করতে হয়েছিলো। সিনেমাটির জন্য নিখুঁত চুমুর দৃশ্য চেয়েছিলেন প্রযোজক আদিত্য চোপড়া। যা শুনে ঘাবড়ে যান রানি। তার মনে হতে থাকে এই দৃশ্যে অভিনয় না করলেই ভালো হতো। এমনকি সেসময় সাইফকে চুমুর সেই দৃশ্য বাদ দিতে বলেছিলেন রানি। কিন্তু তাতে রাজি হননি নির্মাতারা।
তাই অস্বস্তি নিয়েই সেই দৃশ্যে কাজ করতে হয় তাকে। এক সাক্ষাৎকারে পুরোনো সেই কথা মনে করে সাইফ আলী খান জানান, সিনেমার ইতিহাসে সব থেকে খারাপ হচ্ছে চুমু দেওয়া। উপস্থিত রানিকে উদ্দেশ্য করে তিনি বলেন, সেদিন সেটে আমার সঙ্গে বেশি করে ভাল ব্যবহার করছিলে যাতে সেই দৃশ্যে অভিনয় না করতে হয়। তখন রানি তাকে বলেন, হ্যাঁ আমি খুব ঘাবড়ে গিয়েছিলাম।