গাজায় যুদ্ধ বন্ধের ব্যাপারে ফিলিস্তিনকে যা বললেন ট্রাম্প

আন্তর্জাতিক ডেস্ক:
নবনির্বাচিত মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের সঙ্গে গাজায় শান্তি ফিরিয়ে আনার জন্য কাজ করতে প্রস্তুত বলে জানিয়েছেন ফিলিস্তিনের প্রেসিডেন্ট মাহমুদ আব্বাস। গতকাল শুক্রবার তিনি ট্রাম্পের সঙ্গে এক ফোনালাপে শান্তি প্রতিষ্ঠা নিয়ে কথা বলেছেন বলে জানিয়েছে তার দপ্তর। ব্রিটিশ বার্তা সংস্থা রয়টার্সের এক প্রতিবেদন থেকে এই তথ্য জানা যায়।

ফিলিস্তিনে প্রেসিডেন্ট দপ্তর থেকে জানানো হয়, ‘যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট নির্বাচনে বিজয়ী ডোনাল্ড ট্রাম্পকে অভিনন্দন জানিয়েছেন ফিলিস্তিনের প্রেসিডেন্ট। অভিনন্দনবার্তায় তিনি বলেছেন, গাজা এবং আল আকসা অঞ্চলে আন্তর্জাতিক আইনের ভিত্তিতে শান্তি স্থাপনের জন্য যুক্তরাষ্ট্রের নতুন প্রেসিডেন্টের সঙ্গে তিনি কাজ করতে আগ্রহী।’

তারা জানিয়েছেন, ট্রাম্পও যুদ্ধ বন্ধে আব্বাসের সঙ্গে কাজ করার ব্যাপারে আশ্বাস দিয়েছেন। প্রেসিডেন্ট দপ্তর জানায়, ‘প্রেসিডেন্ট ট্রাম্প জোর দিয়ে বলেছেন যে তিনি যুদ্ধ বন্ধে কাজ করবেন। এবং তিনি প্রেসিডেন্ট আব্বাসের সঙ্গে কাজ করার জন্য প্রস্তুত। ’

গত বছরের ৭ অক্টোবর অবরুদ্ধ গাজা উপত্যকা থেকে ইসরায়েল অভিমুখে হাজার হাজার রকেট ছুড়ে মুক্তিকামী ফিলিস্তিনিদের সশস্ত্র সংগঠন হামাস। এতে ইসরায়েলে নিহত হয়েছেন এক হাজার ৪০০ জন। এরপর বছরের পর বছর অবরুদ্ধ গাজা উপত্যকায় চালানো নিপীড়ন আরও জোরালো করে ইসরায়েলি বাহিনী। সেদিনের পর থেকে চালানো সামরিক অভিযানে প্রাণ হারিয়েছে ৪৩ হাজারের বেশি ফিলিস্তিনি, আহত প্রায় এক লাখ। হতাহতদের বেশিরভাগই বেসামরিক। এমন অবস্থায় সারা বিশ্বে যুদ্ধবিরতির আহ্বান জানানো হচ্ছে।

Related posts

Leave a Comment