শুভদিন অনলাইন রিপোর্টার:
রাজধানীর সরকারি তিতুমীর কলেজকে বিশ্ববিদ্যালয়ে রূপান্তরের দাবিতে মহাখালী এলাকায় আবারও সড়ক অবরোধ করেছেন শিক্ষার্থীরা। ফলে আবার নতুন করে যানজটের সৃষ্টি হয়েছে। তাদের অবরোধের কারণে চরম ভোগান্তিতে পড়েছেন সাধারণ মানুষ।
সোমবার বেলা সাড়ে ১১টার দিকে শিক্ষার্থীরা কলেজ ক্যাম্পাস থেকে মিছিল নিয়ে এসে মহাখালী রেলক্রসিং এলাকায় সড়ক ও রেলপথ অবরোধ করেন। বিকেল ৪টা পর্যন্ত এই অবরোধ চলে। পরে অবরোধ তুলে নিয়ে আন্দোলনকারী শিক্ষার্থীদের ১২ সদস্যের প্রতিনিধি দল শিক্ষা মন্ত্রণালয়ে বৈঠক করেন। পরবর্তীতে বৈঠকের পর সন্ধ্যা সাড়ে ৬টার দিকে আবার নতুন করে তিতুমীর কলেজের সামনের সড়ক অবরোধ করে আন্দোলন করছেন তারা।
আন্দোলনকারী প্রতিনিধি দলের সদস্য হাবিব উল্লাহ রনি সমকালকে বলেন, বিকেল সাড়ে পাঁচটার পর শিক্ষা উপদেষ্টার বিশেষ সহকারী অধ্যাপক আমিনুল ইসলাম আমাদের ডেকে নেন। তিনি জানান, উপদেষ্টা আসিফ মাহমুদ তাকে ফোন দিয়ে বলেছেন যে, তিতুমীর কলেজের শিক্ষার্থীদের এই আন্দোলনের কারণে ঢাকা বিশ্ববিদ্যালয়ের অধিভুক্ত বাকি ছয়টা কলেজে ক্ষোভ বিরাজ করছে। তাই এখনই তাদের দাবি মেনে নেওয়া সম্ভব নয়।
তিনি বলেন, এসময় অধ্যাপক আমিনুল ইসলাম জানান, আগামীকাল মঙ্গলবার আসিফ মাহমুদ, আমিনুল ইসলাম এবং শিক্ষা সচিব আন্দোলনকারীদের সঙ্গে বসতে চেয়েছেন। কিন্তু তারা এ কথা মেনে নেননি। ফলে শিক্ষার্থীরা আবারও আন্দোলনে নেমেছেন।
এদিকে শিক্ষার্থীরা বলছেন, তাদের ১২ জন প্রতিনিধি মন্ত্রণালয়ে অনশন শুরু করেছেন।
ইংরেজি বিভাগ ২০২০-২১ সেশনের তৃতীয় বর্ষের শিক্ষার্থী হাবিবুর রহমান বলেন, ‘সকালে আন্দোলনের পর আমাদের ১২ জন প্রতিনিধি শিক্ষা মন্ত্রণালয়ে যায়। সেখানে তাদের তিন দিনের মধ্যে তিতুমীর কলেজকে বিশ্ববিদ্যালয়ের রূপান্তরের কমিশন গঠনের আশ্বাস দেওয়া হয়। তবে সন্ধ্যার পরে মন্ত্রণালয়ের কর্মকর্তারা সে অবস্থান থেকে সরে আসেন। তারা বলছেন কমিটি গঠন হবে না।’
‘আমাদের ১২ জন প্রতিনিধি মন্ত্রণালয়ে অনশন শুরু করেছেন। আমরা সন্ধ্যার পর সড়ক অবরোধ করেছি। তিতুমীর কলেজকে বিশ্ববিদ্যালয়ে রূপান্তরের কমিশন গঠন না হওয়া পর্যন্ত এ অবরোধ চলবে।’, বলেন তিনি।
শিক্ষার্থীদের দাবি
তিতুমীর কলেজ শিক্ষার্থীরা বিশ্ববিদ্যালয়ের দাবিতে তিন দফা দাবি জানিয়েছেন। দাবিগুলো হলো —
১. ঢাকা বিশ্ববিদ্যালয়ের অধিভুক্তি বাতিল করে ৭ কলেজ থেকে তিতুমীর কলেজকে পৃথক (আলাদা) করতে হবে।
২. তিতুমীর কলেজকে বিশ্ববিদ্যালয়ে রূপান্তরের লক্ষ্যে কমিশন গঠন করতে হবে।
৩. এবং তিতুমীরকে একটি স্বতন্ত্র বিশ্ববিদ্যালয় বাস্তবায়নের রূপরেখা প্রণয়ন করতে হবে।