গাজীপুর সিটি কর্পোরেশনের সচিবের বিরুদ্ধে ইসলাম বিরোধী কর্মকান্ডের অভিযোগ

গাজীপুর প্রতিনিধিঃ

গাজীপুরে মসজিদের মাইকে আজান দেওয়ায় শব্দ দূষনের অভিযোগ তুলে মসজিদের ইমামের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেওয়ার হুমকি ও ইসলাম বিরোধী কর্মকান্ডের অভিযোগ উঠেছে সিটি করপোরেশনের এক সচিব ও তার স্বামীর বিরুদ্ধে।
বুধবার বিকালে গাজীপুর প্রেসক্লাবে এক সংবাদ সম্মেলনে এ অভিযোগ করেন জেলা ইমাম সমিতির সভাপতি মাওলানা হাবিবুল্লাহ মিয়াজী।
এ ঘটনায় ওই এলাকায় সচিবকে অবাঞ্চিত ঘোষণা করে শুক্রবার বাদ জুমা সচিবের বাসভবন মুখি বিক্ষোভ মিছিল করা হবে বলে সংবাদ সম্মেলনে জানানো হয়।
সংবাদ সম্মেলনে তিনি অভিযোগ করেন, গাজীপুর সিটি কর্পোরেশনের সচিব শামীম আরা রিনি ও তার স্বামী মোঃ এমদাদ হোসেন গত ৪ ডিসেম্বর সকালে মোবাইল ফোনে নগরীর পূর্ব লক্ষীপুরা কলাবাগান রোডে বাইতুল জান্নাত জামে মসজিদের মুয়াজ্জিন হাফেজ রাকিব উদ্দিনকে ফযরের আজান দেওয়াকে শব্দ দূষন বলে এবং উনার বাসার দিকের মাইকটা ঘুরিয়ে দিতে অথবা মাইক নামিয়ে ফেলতে বলেন। মসজিদের মাইকে ফোরকানীয়া মাদ্রাসায় বাচ্চাদের আসার ঘোষণাও দিতে পারবে না বলেন জানান। মাইক না নামালে মুয়াজ্জিনের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহণ করে যাকে পাবে তাকেই ধরে নিয়ে যাবে বলে হুমকি প্রদান করেন।
সংবাদ সম্মেলনে বলা হয়, সিটি করর্পোরেশনের সচিব ওই নারী ইসলাম বিদ্বেষী, তিনি মসজিদের আযান সকাল বেলা ফোরকানিয়া ছাত্রদেরকে ডাকার জন্য মাইক ব্যবহার এবং ওয়াজ মাহফিলের মাইক ব্যবহার বন্ধ করে দিয়ে অত্র এলাকার মুসলিম স¤প্রদায়ের ধর্মীয় অনুভ‚তিতে আঘাত দিয়েছেন, যে কারণে অত্র এলাকার সর্বস্তরের আলেম-উলামা, মসজিদের ইমাম, খতিব মোয়াজ্জিন, বিভিন্ন মাদ্রাসার মুহতামিমগণ এবং ধর্মপ্রাণ মুসল্লীগণ উনার বিরুদ্ধে চরমভাবে ক্ষুদ্ধ হয়েছেন।
সংবাদ সম্মেলনে জেলা ইমাম সমিতির সাধারণ সম্পাদক মাওলানা শফিকুল ইসলাম, মাওলানা মাহবুবউল্লা, মাওলানা এমদাদুল হক মীর, মুফতি আব্দুল্লাহ মাইমুম ও হাফেজ রাবিক উদ্দিন উপস্থিত ছিলেন।
গাজীপুর সিটি কর্পোরেশনের সচিব শামীম আরা রিনি ঘটনা অস্বীকার করে বলেছেন এটি তার বিরুদ্ধে একটি ষড়যন্ত্র। সিটি করপোরেশন থেকে অনৈতিক সুবিধা না পেয়ে একটি পক্ষ তার বিরুদ্ধে পরিকল্পিতভাবে অপপ্রচার চালাচ্ছে। তিনি বলেন, তার স্বামী ও তিনি ইসলাম বিরোধী কোন কর্মকান্ডের সঙ্গে জড়িত নয়। তার পিতাও একজন বড় আলেম ও মাওলানা।

Related posts

Leave a Comment