কর্পোরেট নিয়ন্ত্রণে বলিউড, মৌলিকত্ব হারাচ্ছে গান: এ আর রহমান

শুভদিন অনলাইন রিপোর্টার:

তিন দশকের বেশি সময় ধরে আন্তর্জাতিক সংগীত জগতে নিজের সৃজনশীলতার স্বাক্ষর রেখে চলেছেন এ আর রহমান। অস্কার, গ্র্যামি থেকে শুরু করে অসংখ্য সম্মানে ভূষিত এই কিংবদন্তি সংগীতশিল্পী এবার বলিউডের বর্তমান বাস্তবতা নিয়ে স্পষ্ট ভাষায় নিজের অবস্থান তুলে ধরেছেন। তার মতে, হিন্দি চলচ্চিত্র শিল্পে এখন সৃজনশীল মানুষের চেয়ে ক্ষমতাবান হয়ে উঠেছে কর্পোরেট গোষ্ঠী।
সম্প্রতি এক সাক্ষাৎকারে ‘মাদ্রাজের মোজার্ট’ জানান, গত আট বছরে বলিউডের চরিত্র আমূল বদলে গেছে। সেখানে সৃজনশীল শিল্পীদের সিদ্ধান্ত নেওয়ার সুযোগ কমে এসেছে, আর ইন্ডাস্ট্রির মূল ক্ষমতা চলে গেছে এমন সব মানুষের হাতে, যাদের সৃজনশীলতার সঙ্গে সরাসরি কোনো সম্পর্ক নেই।
এ আর রহমান বলেন, “যারা আদতে সৃজনশীল নন, বলিউডের সমস্ত ক্ষমতা এখন তাদের হাতে। কোন গান হবে, কেমন গান হবে— সব সিদ্ধান্ত এখন তারাই নেয়।”
তার মতে, আগে সুরকার ও সংগীত পরিচালকেরা অনেকটাই স্বাধীনভাবে কাজ করতে পারতেন। কিন্তু বর্তমানে মিউজিক লেবেল ও বড় কর্পোরেট সংস্থাগুলোই গানের ভবিষ্যৎ নির্ধারণ করছে। এর ফলে হিন্দি সিনেমার গানে মৌলিকত্ব ধীরে ধীরে হারিয়ে যাচ্ছে।
গত আট বছরে তাকে বড় কোনো বলিউড প্রজেক্টে খুব একটা দেখা যায়নি। এর পেছনে সাম্প্রদায়িক কোনো কারণ রয়েছে কি না— এমন প্রশ্নের জবাবে রহমান বলেন, “এটা সাম্প্রদায়িক বিষয়ও হতে পারে। যদিও সরাসরি কেউ আমাকে কিছু বলেনি। তবে যা শুনেছি, সবই ফিসফাস।”
তবে এসব নিয়ে খুব একটা বিচলিত নন অস্কারজয়ী এই সুরকার। তার ভাষায়, “আমি নিজের মতো করে সৃজনশীলতার চর্চা করে যাচ্ছি। আগের তুলনায় এখন অনেক বেশি শান্তিতে আছি। কারও কাছে কাজ চাইতে যাই না।”
তিনি আরও বলেন, বর্তমানে পরিবারকে সময় দেওয়ার সুযোগ পাচ্ছেন, যা ব্যস্ত ক্যারিয়ারের আগের দিনগুলোতে সম্ভব হয়নি।
বলিউডের পরিবর্তিত বাস্তবতায় খানিকটা দূরে থাকলেও নিজের শিল্পীসত্তা নিয়ে সন্তুষ্টই আছেন এ আর রহমান— এমনটাই স্পষ্ট তার কথায়।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *