নিজস্ব প্রতিনিধি :
কুষ্টিয়ার মিরপুর উপজেলা প্রেসক্লাবের বর্ণাঢ্য ও শুভ উদ্বোধন হয়েছে।
রবিবার (১৮ জানুয়ারি) দুপুরের দিকে উপজেলা গেটের বিপরীত দিকে স্টেশন রোডে মিরপুর উপজেলা প্রেসক্লাবের কার্যালয়ে এ উদ্বোধনী অনুষ্ঠান অনুষ্ঠিত হয়।
উক্ত উদ্বোধনী অনুষ্ঠানে উপস্থিত ছিলেন মিরপুর উপজেলা প্রেসক্লাবের উপদেষ্টা, মিরপুর উপজেলা নাগরিক উন্নয়ন কমিটির সভাপতি ও মিরপুর উপজেলা বিএনপির সাবেক সাধারণ সম্পাদক রহমত আলী রব্বান, মিরপুর উপজেলা প্রেসক্লাবের উপদেষ্টা ও মিরপুর উপজেলা নাগরিক উন্নয়ন কমিটির সাধারণ সম্পাদক শাহ আক্তার মামুন, মিরপুর উপজেলা জামায়াতের আমির খন্দকার রেজাউল করিম, মিরপুর থানার সেকেন্ড অফিসার এলিচ মাহমুদ, মিরপুর খাদ্য গুদামের ওসি এলএসডি আবুল কালাম আজাদ, হালসা খাদ্য গুদামের ওসি এলএসডি শাহাবুল হক, ডিএসবি ও ডিজিএফআই’র সদস্যবৃন্দ।
মিরপুর উপজেলা প্রেসক্লাবের সভাপতি শামসুল হকের সভাপতিত্বে আরও বক্তব্য রাখেন উপজেলা প্রেসক্লাবের সাধারণ সম্পাদক খন্দকার মো: রিপন, সহ-সভাপতি ওমর ফারুক, যুগ্ম সাধারণ সম্পাদক মো: জালাল উদ্দীন।
এছাড়াও বক্তব্য রাখেন উপজেলা প্রেসক্লাবের সাংগঠনিক সম্পাদক মো: রফিকুল ইসলাম। সঞ্চালনায় ছিলেন নগর বার্তার সুমন শাহ।
এ সময় আরও উপস্থিত ছিলেন মিরপুর উপজেলা প্রেসক্লাবের কোষাধ্যক্ষ আশিকুল হক, দপ্তর সম্পাদক ও মাটির পৃথিবীর নিজস্ব প্রতিনিধি মোস্তফা কামাল, সাংস্কৃতিক সম্পাদক এস.এম খালেক, দৈনিক নবচেতনা পত্রিকার প্রতিনিধি ও কল্যাণ সম্পাদক আল আমিন, আদিবাসীর অধিকার পত্রিকার ভারপ্রাপ্ত সম্পাদক রাসেদুল ইসলাম, ডিএস টূটুল, মিরপুর টিভির আব্দুল্লাহ আল মামুন, দৈনিক আল রাজের প্রতিনিধি মো: মিনহাজ, সাংবাদিক আব্দুস সামাদ, মাটির খবর পত্রিকার সবুজ, দৈনিক প্রতিজ্ঞার আল যুবায়ের নাইম, দৈনিক আজকের আলো পত্রিকার আমলা প্রতিনিধি মো: লিটন ও দৈনিক প্রতিজ্ঞার ক্রাইম রিপোর্টার (মিরপুর) রফিকুল ইসলাম।
এছাড়াও উপস্থিত ছিলেন শামিম হোসেন, মো: রশিদ, আব্দুর রহমান ও রনি আহমেদ প্রমুখ।