বাংলাদেশ প্রবীণ ও কর্মাহত সাংবাদিক কল্যাণ পরিষদের নতুন কার্যকরী কমিটি গঠন সভাপতি – সেলিম আহমেদ ও সাধারণ সম্পাদক একাব্বর আলী

শুভদিন অনলাইন রিপোর্টার:

বাংলাদেশ প্রবীণ ও কর্মাহত সাংবাদিক কল্যাণ পরিষদের ষষ্ঠ প্রতিষ্ঠা বার্ষিকীর সাধারণ সভা সংগঠনের সভাপতি বীর মুক্তিযোদ্ধা একেএম করম আলীর সভাপতিত্বে সাধারণ সম্পাদক শিকদার আবদুস সালামের সঞ্চালনায় ঢাকার জাতীয় প্রেসক্লাবের জহুর হোসেন চৌধুরী মিলনায়তনে ২৫ জানুয়ারি-২০২৬ সকাল ১০ টায় অনুষ্ঠিত হয়। সভায় প্রধান অতিথি হিসেবে বাংলাদেশ ফেডারেল সাংবাদিক ইউনিয়নের সভাপতি ওবায়দুল হাসান শাহীন, বিশেষ অতিথি হিসেবে ফেডারেশনের দপ্তর সম্পাদক মো: আবুবকর,ঢাকা সাংবাদিক ইউনিয়নের সভাপতি শহীদুল ইসলাম সাধারণ সম্পাদক খুরশিদ আলম বক্তব্য রাখেন।

সভার শুরুতে পবিত্র কোরআন থেকে তেলোয়াত করেন সাব এডিটরিয়াল কাউন্সিলের সাধারণ সম্পাদক জাওহার ইকবাল শহীদ ও প্রয়াত সাংবাদিকদের রুহের মাগফেরাত কামনা করেও মোনাজাত শেষে সভাপতির উদ্বোধনী ও শুভেচ্ছা বক্তবের পর সাধারণ সম্পাদকের বার্ষিক রিপোর্ট পেশ গঠনতন্ত্রের সংশোধনী উপস্থাপন ও কোষাধ্যক্ষের বাৎষরিক হিসাব পেশ করেন অতপর কন্ঠভোটে উহা পাশ হয়। সভায় সংগঠনের বিভিন্ন বিষয়ের উপর কমিটি ও সাধারণের মধ্য থেকে আরো বক্তব্য রাখেন সি:সহ সভাপতি রাজেন্দ্র চন্দ্র দেব মন্টু, সাংগঠিক সম্পাদক আসলাম ইকবাল,প্রচার ও প্রজাশনা সম্পাদক মো: একাব্বর আলী,সি: সদস্য শহীদুল ইসলাম,আলম হোসেন, এবিএম সেলিম আহমেদ প্রমূখ।

সভার দ্বিতীয় পর্বে নির্বাচন কমিশন প্রধান ও অনুষ্ঠানের সভাপতি বীর মুক্তিযোদ্ধা একেএম করম আলী আগামী ২০২৬-২৮ মেয়াদের জন্য বাংলাদেশ প্রবীণ ও কমাহত সাংবাদিক কল্যাণ পরিষদের নতুন কমিটির সভাপতি হিসেবে এবিএম সেলিম আহমেদ সিনিয়র সহ সভাপতি শিকদার আবদুস সালাম, সাধারণ সম্পাদক মো: একাব্বর আলী এবং বীরমুক্তিযোদ্ধা একেএম করম আলী ( প্রতিষ্ঠাতা সভাপতি)কে এক নং কার্যকরী সদস্য করে ২১ (একুশ) সদস্য বিশিষ্টি পুর্নাঙ্গ কমিটির নাম ঘোষনা করলে হাউজে উপস্থিত সকল সদস্যরা কন্ঠ ভোটে ও হাত তুলে কমিটি পাশ করিয়ে দেন।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *