এইচএসসিতে জিপিএ ৫ পাওয়ায় তাসপিয়া আর ইসলাম পেলেন সম্মাননা পুরস্কার 

শুভদিন অনলাইন রিপোর্টার:

এইচএসসিতে জিপিএ ৫ পাওয়ায় তাসপিয়া আর ইসলাম পেলেন সম্মাননা পুরস্কার লেফটেন্যান্ট আনোয়ার গার্লস কলেজ থেকে।

২০২৫ ইংরেজি সালে টাকা ক্যান্টনমেন্ট শহীদ বীর উত্তম লেফটেন্যান্ট আনোয়ার গার্লস কলেজ থেকে এইচএসসি পরীক্ষায় বাণিজ্য বিভাগে জিপিএ ৫ পেয়ে কলেজের সর্বোচ্চ ভালো রেজাল্ট করায় আজ ২৬ জানুয়ারি ২০২৬ইং তারিখে কলেজের অধ্যক্ষ জনাব কর্নেল মুহাম্মদ সাদিক মাহমুদ তাসপিয়া আর ইসলাম এর হাতে সম্মাননা ক্রেস্ট তুলে দেন। তাসপিয়া মিরপুর ক্যান্টনমেন্ট পাবলিক স্কুল এন্ড কলেজ থেকে জেএসসি, পিএসসি এবং এসএসসি পরীক্ষায় জিপিএ ৫ পেয়ে উত্তীর্ণ হয়েছে। তাসপিয়া ঝালকাঠি জেলা, নবগ্রাম ইউনিয়ন পরমহল গ্রাম এর সন্তান। তার বাবা রফিকুল ইসলাম জাকির একজন সাংবাদিক, সমাজ সেবক এবং রাজনৈতিক ব্যক্তিত্ব। তিনি এসটিভি বাংলা এর প্রধান নির্বাহী পরিচালক এবং মিরপুর প্রেস ক্লাব এর যুগ্ম সাধারণ সম্পাদক। বাবা মেয়ের উজ্জল ভবিষ্যতের জন্য সকলের কাছে দোয়াপ্রার্থী।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *