মিয়ানমারে নির্বাচনকালে বিমান হামলায় ১৭০ বেসামরিক নাগরিক নিহত : জাতিসংঘ

আন্তর্জাতিক ডেস্ক:

মিয়ানমারে দুই মাসব্যাপী ভোটগ্রহণকালীন পরিচালিত ৪ শতাধিক সামরিক বিমান হামলায় অন্তত ১৭০ জন বেসামরিক নাগরিক নিহত হয়েছে বলে শুক্রবার জানিয়েছে জাতিসংঘ।

জেনেভা থেকে বার্তা সংস্থা এএফপি এ খবর জানায়।

জাতিসংঘের মানবাধিকার কার্যালয় এক বিবৃতিতে জানিয়েছে, বিশ্বস্ত সূত্র নিশ্চিত করেছে যে, ২০২৫ সালের ডিসেম্বর থেকে ২০২৬ সালের জানুয়ারির মধ্যে ভোটগ্রহণকালে আকাশপথে আনুমানিক ৪০৮টি হামলায় ১৭০ জন বেসামরিক নাগরিক নিহত হয়েছেন।

প্রকৃত সংখ্যা এর চেয়ে বেশি হওয়ার সম্ভাবনা রয়েছে।

বিবৃতিতে আরও বলা হয়, প্রকৃত সংখ্যা আরও বেশি হতে পারে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *