গাজীপুর-২ আসনে প্রচারনায় নতুন কৌশল জামায়াত-এনসিপি ঐক্য জোটের বিশাল মিছিল

মোঃনূরুল ইসলাম সবুজ গাজীপুরঃ


আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে গাজীপুর-২ আসনে জামায়াত ও জাতীয় নাগরিক পার্টির ঐক্য জোটের উদ্যোগে এক বিশাল ও শক্তিশালী নির্বাচনী মিছিল অনুষ্ঠিত হয়েছে। শুক্রবার বিকেলে ১১ দলীয় জোট মনোনীত গাজীপুর-২ আসনের প্রার্থী ও এনসিপির কেন্দ্রীয় নেতা অ্যাডভোকেট আলী নাছের খান গাজীপুরের জামায়াত নেতাকর্মীদের সঙ্গে নিয়ে এই মিছিলের নেতৃত্ব দেন। আয়োজকদের ভাষ্য অনুযায়ী, গাজীপুরের রাজনৈতিক ইতিহাসে জামায়াত ও এনসিপির ঐক্য জোটের এটি অন্যতম বৃহৎ ও প্রভাবশালী নির্বাচনী মিছিল।
মিছিলটি মহানগরের বোর্ডবাজার কেন্দ্রীয় মসজিদের সামনে থেকে শুরু হয়ে মালেকের বাড়ি এলাকায় এসে শেষ হয়। পুরো পথজুড়ে নির্বাচনী স্লোগান, সমর্থকদের উপস্থিতি ও সাধারণ মানুষের আগ্রহে এলাকায় উৎসবমুখর পরিবেশের সৃষ্টি হয়। শান্তিপূর্ণভাবে সম্পন্ন হওয়া এই মিছিল গাজীপুর-২ আসনের নির্বাচনী মাঠে ঐক্য জোটের শক্ত অবস্থান ও জনসমর্থনের স্পষ্ট বার্তা দিয়েছে বলে মনে করছেন রাজনৈতিক পর্যবেক্ষকরা।
মিছিলে বক্তব্য রাখতে গিয়ে জামায়াতের গাজীপুর-২ আসনের সাবেক প্রার্থী মোঃ হোসেন আলী বলেন, গাজীপুরের মানুষ দীর্ঘদিন ধরে বৈষম্য, দুর্নীতি ও দুঃশাসনের শিকার, এই অবস্থা থেকে মুক্তির জন্য ইসলামি ও ন্যায়ভিত্তিক রাজনীতির কোনো বিকল্প নেই। তিনি বলেন, জামায়াত ও এনসিপির এই ঐক্য কোনো ব্যক্তি বা দলের জন্য নয়, এটি সাধারণ মানুষের অধিকার, নিরাপদ ভবিষ্যৎ ও সুশাসন প্রতিষ্ঠার সংগ্রাম, আর এই সংগ্রামে গাজীপুরের জনগণ ঐক্যবদ্ধভাবে পাশে থাকবে।
১১ দলীয় জোট মনোনীত প্রার্থী অ্যাডভোকেট আলী নাছের খান তার বক্তব্যে বলেন, গাজীপুর-২ আসনকে তিনি সংঘাত ও দুর্নীতির রাজনীতি থেকে বের করে ন্যায়, ইনসাফ ও মানুষের অধিকারভিত্তিক একটি আদর্শ আসনে পরিণত করতে চান। তিনি আরও বলেন, ভয়ভীতি, বাধা কিংবা ষড়যন্ত্র দিয়ে জনগণের পরিবর্তনের আকাঙ্ক্ষা দমন করা যাবে না, শান্তিপূর্ণ গণসংযোগ, মিছিল ও পথসভার মাধ্যমেই জনগণের কাছে তার বার্তা পৌঁছে দেওয়া হবে এবং ভোটের মাধ্যমে এই ঐক্যের শক্তির প্রতিফলন ঘটবে।
মিছিলে এনসিপির মহানগর পর্যায়ের নেতাকর্মী, জামায়াতের গাছা থানা আমির মিয়াজউদ্দিন মাস্টার, বিভিন্ন স্তরের দায়িত্বশীল, ছাত্রশিবিরের সভাপতি রেজাউল ইসলাম, মহানগর যুব শক্তির সেক্রেটারি ওমর ফারুক, মহানগর যুবশক্তির যুগ্ন সদস্য সচিব শাহাদাত হোসেনসহ বিপুল সংখ্যক সমর্থক উপস্থিত ছিলেন। দিনভর গণসংযোগ, মিছিল ও কর্মসূচির মধ্য দিয়ে গাজীপুর-২ আসনে আলী নাছের খান নির্বাচনী প্রচারণায় ব্যস্ত সময় পার করছেন, যা স্থানীয় রাজনীতিতে নতুন গতি ও আলোচনার জন্ম দিয়েছে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *