হায়দারাবাদকে হারিয়ে জয়ের ধারায় কোলকাতা

শুভদিন অনলাইন রিপোর্টার:

ইন্ডিয়ান প্রিমিয়ার লিগে (আইপিএল) জয়ের ধারায় ফিরেছে কোলকাতা নাইট রাইডার্স।
গতরাতে নিজেদের চতুর্থ ম্যাচে কোলকাতা ৮০ রানে হারিয়েছে সানরাইজার্স হায়দারাবাদকে।
ঘরের মাঠ ইডেন গার্ডেন্সে টস হেরে প্রথমে ব্যাট করতে নেমে ১৬ রান্ইে ২ উইকেট হারায় কোলকাতা। তৃতীয় উইকেটে ৫১ বলে ৮১ রানের জুটিতে কোলকাতাকে লড়াইয়ে ফেরান অধিনায়ক আজিঙ্কা রাহানে ও অঙ্গকৃশ রঘুবংশী। ১টি চার ও ৪টি ছক্কায় রাহানে ২৭ বলে ৩৮ এবং ৫টি চার ও ২টি ছক্কায় ৩২ বলে ৫০ রানে আউট হন রঘুবংশী।
দলীয় ১০৬ রানের মধ্যে রাহানে ও রঘুবংশীর বিদায়ের পর কোলকাতাকে বড় সংগ্রহ এনে দেন ভেঙ্কটেশ আইয়ার ও রিঙ্কু সিং। পঞ্চম উইকেটে ৪১ বলে ৯১ রানের জুটি গড়েন তারা। শেষ ৫ ওভারে ৭৮ রান তুলে কোলকাতা। এতে ২০ ওভারে ৬ উইকেটে ২০০ রানের সংগ্রহ পায় কোলকাতা।
৭টি চার ও ৩টি ছক্কায় ২৯ বলে ৬০ রান করেন আইয়ার। ৪টি বাউন্ডারি ও ১টি ওভার বাউন্ডারিতে ১৭ বলে অপরাজিত ৩২ রান করেন রিঙ্কু। হায়দারাবাদের পাঁচ বোলার ১টি করে উইকেট নেন।
জবাবে কোলকাতার নিয়ন্ত্রিত বোলিংয়ে ১৬ দশমিক ৪ ওভারে ১২০ রানে অলআউট হয় হায়দারাবাদ। দলের হয়ে ২১ বলে ২টি করে চার-ছক্কায় সর্বোচ্চ ৩৩ রান করেন হেনরিচ ক্লাসেন। এছাড়া কামিন্দু মেন্ডিস ২৭ ও নিতিশ কুমার রেড্ডি ১৯ রান করেন।
কোলকাতার বৈভব আরোরা ও বরুণ চক্রবর্তী ৩টি করে এবং আন্দ্রে রাসেল ২টি উইকেট নেন।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *