নিজেকে শাহরুখের সাথে তুলনা করে আবারও আলোচনায় উর্বশী

শুভদিন অনলাইন রিপোর্টার:

উর্বশী রাউতেলা মানেই আলোচনা আর সমালোচনা। এই ভারতীয় অভিনেত্রী ব্যক্তিগত জীবন নিয়েই আলোচনায় থাকেন বেশি। অনলাইন মাধ্যমগুলোতো তাকে নিয়ে কথা হয় বেশ। কখনো তিনি হীরাখচিত ঘড়ির দেখিয়ে আলোচনায় আসেন, কখনো আবার আলোচনায় থাকেন ‘দাবিদি দিবিদি’র মতো অদ্ভুত গান দিয়ে।
এবার এই অভিনেত্রী আবারও ভাইরাল হয়েছেন। তবে তা কোনো চলচ্চিত্রে অভিনয়ের জন্য নয়। এবার উর্বশী নিজেকে শাহরুখ খানের সাথে তুলনা করে নেটিজেনদের মাঝে ব্যাপক আলোচনার জন্য দিয়েছেন। কেউ কেউ তাকে কটাক্ষও করছে।
সাম্প্রতিক এক আড্ডায় উর্বশী গর্বের সাথে বলেন, শাহরুখ খানের পর তিনিই হলেন বেস্ট প্রোমোটার (প্রচারক)। আর এই কথার পরই শুরু হয় আলোচনা।
সাক্ষাৎকারে উর্বশীকে জিজ্ঞাসা করা হয়েছিল, তিনি কীভাবে তাকে আত্মমগ্ন বলে অভিহিত করা লোকেদের সাথে আচরণ করেন। জবাবে উর্বশী বলেন, আমি আমার কাজে সম্পূর্ণ নিমগ্ন। যদি মানুষ এটা বলে, তাহলে তারা এটাও বলে যে শাহরুখ খানের পর ছবির প্রচারের ক্ষেত্রে উর্বশী রাউতেলাই সেরা প্রোমোটার। এই কারণেই ‘রিচার’ সিজন ৩-এর হলিউড নির্মাতারাও তাদের শো প্রচারের জন্য আমার কাছে এসেছিলেন। তাই এর পিছনে একটি কারণ আছে এবং এটি প্রশংসার মুহূর্ত। প্রোমোটার হিসেবে আমরা শিল্পীরা যদি ছবিটি প্রচার না করি, তাহলে কে করবে?
এই কথার পরই ঝাপিয়ে পড়েছে ভারতের নেটিজেনদের একটা অংশ। একজন সোশ্যাল মিডিয়া ব্যবহারকারী লিখেছেন, তিনি (উর্বশী) ইচ্ছাকৃতভাবেই এসব বলছেন। তিনি কেবল ট্রোলড হওয়ার জন্য এবং আলোচনায় থাকার জন্য এসব করছেন। তিনি ঠিকই জানেন যে তিনি কী করছেন। প্রতিবার যখনই তিনি কিছু আপত্তিকর কথা বলেন, তখন এটি তাকে আরও মনোযোরে কেন্দ্রে নিয়ে আসে, স্পটলাইটে রাখে। এটি তার আলোচনায় থাকার কৌশলের অংশ।
কেউ কেউ মজা করে বলেছেন, এবার সে কীভাবে নিজেকে দ্বিতীয় বলে চিহ্নিত করেছে? ওহ! এখন আমি বুঝতে পারছি—শাহরুখ খান হয়তো প্রথম স্ব-প্রচারক (তার ভাষায়, আমার ভাষায় নয়), কিন্তু উর্বশী এখনও প্রথম মহিলা যিনি এই খেতাব দাবি করেছেন।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *