শেখ হাসিনাসহ ৫৩ জনের বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা

শুভদিন অনলাইন রিপোর্টার:

রাজধানীর পূর্বাচলে ৩০ কাঠার প্লট বরাদ্দে দুর্নীতির অভিযোগে করা তিন মামলায় সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা, তার বোন শেখ রেহানা, রেহানার ছেলে রাদওয়ান মুজিব সিদ্দিক ববি, মেয়ে বৃটিশ এমপি টিউলিপ সিদ্দিক ও আজমিনা সিদ্দিক রূপন্তীসহ ৫৩ জনের বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা জারি করেছেন আদালত। গতকাল ঢাকা মহানগরের জ্যেষ্ঠ বিশেষ জজ জাকির হোসেন তিন মামলায় দুদকের দেয়া অভিযোগপত্র আমলে নিয়ে এ আদেশ দেন। আসামিদের গ্রেপ্তারের বিষয়ে আগামী ২৭শে এপ্রিল অগ্রগতি প্রতিবেদন দেয়ার জন্য দিন ধার্য করেছেন আদালত।
গত বছরের ২৬শে ডিসেম্বর শেখ হাসিনা ও তার পরিবারের নামে বরাদ্দ নেয়া প্লটের বিষয়ে অনুসন্ধান শুরু করে দুদক। পূর্বাচল নতুন শহর প্রকল্পে প্লট বরাদ্দে অনিয়মের অভিযোগে শেখ হাসিনাসহ অন্যদের বিরুদ্ধে ছয়টি মামলা করে দুদক। গত ১০ই মার্চ পরস্পর যোগসাজশে ক্ষমতার অপব্যবহার ও বিভিন্ন অনিয়মের মাধ্যমে রাজউকের পূর্বাচল নতুন শহর প্রকল্পে ৬০ কাঠার প্লট বরাদ্দ নেয়ার অভিযোগে ছয় মামলায় শেখ হাসিনা ও তার পরিবারের সাতজনের বিরুদ্ধে অভিযোগপত্রের অনুমোদন দেয় দুদক। পরে ছয়টি মামলাতে আদালতে অভিযোগপত্র দাখিল করে। এর মধ্যে শেখ রেহানা, আজমিনা সিদ্দিক রূপন্তী এবং রাদওয়ান মুজিব সিদ্দিকের বিরুদ্ধে করা তিন মামলার অভিযোগপত্র গ্রহণ করে আদালত গ্রেপ্তারি পরোয়ানা জারি করলো।
অভিযোগপত্রভুক্ত আসামিরা হলো- শেখ হাসিনা, তার ছেলে সজীব ওয়াজেদ জয়, মেয়ে সায়মা ওয়াজেদ পুতুল, শেখ হাসিনার বোন শেখ রেহানা, তার মেয়ে বৃটিশ সংসদ সদস্য টিউলিপ সিদ্দিক, আজমিনা সিদ্দিক ও ছেলে রাদওয়ান মুজিব সিদ্দিক। অভিযোগপত্রের তথ্য অনুযায়ী, বিভিন্ন অনিয়ম ও দুর্নীতির মাধ্যমে শেখ হাসিনা ও শেখ রেহানাসহ তাদের পরিবারের সদস্যদের নামে পূর্বাচলে রাজউকের প্রতিটি ১০ কাঠা করে মোট ৬০ কাঠার প্লট বরাদ্দ দেয়ার অভিযোগ আনা হয়েছে মামলায়।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *