পাঁচ বছর ক্ষমতায় থাকা নিয়ে আমি কিছু বলিনি : স্বরাষ্ট্র উপদেষ্টা

শুভদিন অনলাইন রিপোর্টার:

অন্তবর্তীকালীন সরকারের আগামী পাঁচ বছর ক্ষমতায় থাকা বিষয়ে ‘আমি কিছুই বলিনি’ বলে মন্তব্য করেছেন স্বরাষ্ট্র উপদেষ্টা লেফটেন্যান্ট জেনারেল (অব.) জাহাঙ্গীর আলম চৌধুরী। মঙ্গলবার সচিবালয়ে এক বৈঠক শেষে সাংবাদিকদের এ কথা বলেন তিনি।
সাংবাদিকরা তার ওই বহুল আলোচিত মন্তব্যের ব্যাখ্যা জানতে চাইলে তিনি বলেন, ‘আমি তো বলি নাই। জনগণ বলছে। আমি তো কিছুই বলি নাই। সরকার তো বলেই দিয়েছে, ডিসেম্বর থেকে জুনের ভেতরে নির্বাচন। আমার তো ওটা বলার প্রশ্নই ওঠে না।’
উল্লেখ্য, গত ১০ এপ্রিল সুনামগঞ্জ সফরকালে স্বরাষ্ট্র উপদেষ্টা বলেছিলেন, ‘সাধারণ মানুষ বলতাছে আইনশৃঙ্খলা পরিস্থিতি আগের চেয়ে ভালো। ওই রাস্তা থেকে শুনি, মানুষ বলতাছে, আপনারা আরও পাঁচ বছর থাকেন।’ এরপর এই মন্তব্য নিয়ে আলোচনা-সমালোচনার সৃষ্টি হয়।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *