শরিফুলের সঙ্গে মিলছে না আঙুলের ছাপ, সাইফ-কাণ্ডে নতুন মোড়

শুভদিন অনলাইন রিপোর্টার:

বলিউড অভিনেতা সাইফ আলী খানের উপর হামলা কাণ্ডের মূল অভিযুক্ত শরিফুল ইসলাম। একাধিক সাক্ষ্য ও তথ্যপ্রমাণ পেশ করে তার জামিনের আবেদন নাকচ করার আবেদন জানিয়েছে মুম্বাই পুলিশ। তবে চাঞ্চল্যকর নতুন তথ্য সামনে এলো মঙ্গলবার। শোনা যাচ্ছে, অভিনেতার আবাসন থেকে পাওয়া কিছু আঙুলের ছাপের সঙ্গে মিলছে না অভিযুক্ত শরিফুলের আঙুলের ছাপ!
অভিযুক্তের আঙুলের ছাপের ২০টি নমুনা সিআইডির ফিঙ্গারপ্রিন্ট ব্যুরোতে পাঠানো হয়েছিল। যার মধ্যে ১৯টি নমুনা অভিযুক্তের সঙ্গে মেলেনি। খবর প্রকাশ্যে আসতেই নতুন গুঞ্জন, তা হলে কি শরিফুল আদৌ সাইফ-কাণ্ডের সঙ্গে যুক্ত ছিল কিনা?
এদিকে পুলিশ সূত্রে জানা গেছে, অভিনেতার বাথরুমের হাতল, আলমারির হাতল, দরজার হাতল-সহ একাধিক জায়গা থেকে আঙুলের যে ছাপ পাওয়া গেছে তার সঙ্গে শরিফুলের আঙুলের ছাপের মিল নেই। এ ভাবে ২০টি আঙুলের ছাপের মধ্যে ১৯টি-ই নাকি মেলেনি! কেবল আটতলার ঘর থেকে পাওয়া আঙুলের ছাপের সঙ্গে মিলেছে অভিযুক্তের আঙুলের ছাপ।
পুলিশের দাবি, বাকি জায়গার হাতলে অভিযুক্তের পাশাপাশি অন্যরাও হাত রেখেছিলেন। অভিযুক্তের আঙুলের ছাপের উপরেই পড়েছে সেই ছাপগুলো। ফলে, মুছে গিয়েছে শরিফুলের আঙুলের ছাপ।
তাদের দাবি, এই ধরনের অমিল অনেক তদন্তেই ঘটে থাকে। সাধারণত, হাজার জনের মধ্যে একজনের ছাপ মিলে যায়। তবে আটতলার ঘর থেকে পাওয়া আঙুলের ছাপই প্রমাণ করে দিচ্ছে, আততায়ী অভিনেতার বাড়িতে উপস্থিত ছিলেন।
৮ এপ্রিল বান্দ্রার মেট্রোপলিটন আদালতে হাজার পাতার চার্জশিট জমা দিয়েছিল মুম্বাই পুলিশ। সেই চার্জশিট শুক্রবার সংবাদমাধ্যমের হাতে আসে। জানা গেছে, ঘটনার তদন্তে পুলিশের কাছে ১১১ জন সাক্ষী দিয়েছিলেন। বয়ান রেকর্ড করা হয় ৪৮ জনের। সূত্র : আনন্দবাজার পত্রিকা ও টাইমস অব ইন্ডিয়া।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *