নিখোঁজের তিন মাস পর মরদেহ মিলল জনপ্রিয় জাপানি অভিনেতার

শুভদিন অনলাইন রিপোর্টার:

জাপানের জনপ্রিয় তরুণ অভিনেতা মিজুকি ইতাগাকি আর নেই। মাত্র ২৪ বছর বয়সে তার করুণ মৃত্যু হয়েছে। চলতি বছরের জানুয়ারির শেষের দিকে তিনি নিখোঁজ হন। প্রায় তিন মাস পর টোকিও শহর থেকে তার মরদেহ উদ্ধার করেছে পুলিশ। মিজুকির পরিবার সামাজিক যোগাযোগ মাধ্যমে এক বিবৃতিতে এই খবর নিশ্চিত করেছে।
পরিবার জানায়, গত বছর থেকেই মানসিক স্বাস্থ্যজনিত সমস্যায় ভুগছিলেন মিজুকি। এই মানসিক চাপই তাকে নিখোঁজ হওয়ার পথে ঠেলে দেয় বলে ধারণা করা হচ্ছে। নিখোঁজ হওয়ার পর তার খোঁজে ব্যাপক তল্লাশি চালায় টোকিও পুলিশ। শেষমেশ তার লাশ পাওয়া গেল।
বিবৃতিতে পরিবার লিখেছে, ‘আমরা অত্যন্ত দুঃখের সঙ্গে জানাচ্ছি, আমাদের প্রিয় মিজুকি ইতাগাকি একটি দুর্ভাগ্যজনক ঘটনার শিকার হয়ে পৃথিবী ছেড়ে চলে গেছে। যারা তাকে ভালোবেসেছেন, যারা তার সঙ্গে কাজ করেছেন, তাদের প্রতি আমাদের কৃতজ্ঞতা।’
বিবৃতিতে বলা হয়েছে, মিজুকি সবসময় চেয়েছিল তার অভিনয়ের মাধ্যমে মানুষকে আনন্দ দিতে। সে ধীরে ধীরে কাজে ফিরে আসার প্রস্তুতি নিচ্ছিল। কিন্তু তার আকস্মিক বিদায়ে আমরা স্তব্ধ হয়ে গেছি।
জাপানি বয়ব্যান্ড এম এলকে (M!LK)-এর সদস্য হিসেবে ক্যারিয়ার শুরু করেছিলেন মিজুকি। পরে অভিনয় ও মডেলিং-এ নিজের প্রতিভার স্বাক্ষর রাখেন। তার উষ্ণ ব্যবহার ও আত্মনিবেদন তাকে খুব অল্প সময়ে জনপ্রিয় করে তোলে।
অনুরাগীদের প্রতি কৃতজ্ঞতা জানিয়ে তার পরিবার বলেছে, আপনারা তাকে জীবনের প্রতিটি ধাপে ভালোবেসেছেন। আমরা দুঃখিত, আপনাদেরকে যথাযথ বিদায় জানাতে পারিনি। মিজুকি এবং তার কাজকে মনে রাখবেন, এটাই আমাদের অনুরোধ।
এই উদীয়মান তারকার অকালপ্রয়াণে শোকাহত তার ভক্তরা। মঞ্চের আলো নিভে গেলেও, মিজুকির স্মৃতি ও কর্ম থেকে যাবে কোটি ভক্তের হৃদয়ে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *