শুভদিন অনলাইন রিপোর্টার:
হামজা চৌধুরী এখন চ্যাম্পিয়নশিপ ক্লাব শেফিল্ড ইউনাইটেডের জার্সি গায়ে জড়ান। কিন্তু তার মূল ক্লাব প্রিমিয়ার লিগে খেলা লেস্টার সিটি। সেখান থেকে ধারে শেফিল্ডে খেলছেন তিনি। তবে রোববার (২০ এপ্রিল) বড় একটি দুঃসংবাদ পেয়েছেন বাংলাদেশের এই ফুটবলার। প্রিমিয়ার লিগ থেকে অবনমিত হয়েছে তার মূল ক্লাব লেস্টার।
গতরাতে লিভারপুলের কাছে ০-১ গোলের হারে অবনমন নিশ্চিত হয়েছে একবারের প্রিমিয়ার লিগজয়ী দলটির। যার ফলে ধার শেষে যখন শেফিল্ড থেকে লেস্টারে ফিরবেন হামজা, তখন তাকে ফের চ্যাম্পিয়নশিপেই খেলতে হবে।
তবে যদি শেফিল্ড প্রিমিয়ার লিগে উঠে আসতে পারে এবং ক্লাবটি যদি হামজাকে নিজেদের করে রেখে দেয়, তবেই কেবল ইংলিশ ফুটবলের শীর্ষ স্তরে দেখা যাবে বাংলাদেশি তারকাকে।
এদিকে লিভারপুলের কাছে হেরে যাওয়ার পর লেস্টারের পয়েন্ট দাঁড়িয়েছে ৩৩ ম্যাচে ১৮। ঘরের মাঠে হেরে অবনমনের দিনে বিব্রতকর এক রেকর্ডও গড়েছে লেস্টার সিটি। প্রিমিয়ার লিগের ইতিহাসে প্রথম দল হিসেবে টানা ৯ ম্যাচ নিজেদের ঘরের মাঠে গোল করতে ব্যর্থ হয়েছে ফক্সেসরা। অবশ্য শুধু প্রিমিয়ার লিগ না, এমন বিব্রতকর পরিস্থিতিতে ইংলিশ ফুটবলের শীর্ষ স্তরে আর কোনো দলকেই পড়তে হয়নি।
হামজার বর্তমান ক্লাব শেফিল্ডের প্রিমিয়ার লিগে ফেরার পথও কঠিন হয়ে গেছে। চ্যাম্পিয়নশিপে ৪৩ ম্যাচ শেষে ক্লাবটির সংগ্রহ ৮৬ পয়েন্ট। এই লীগের শীর্ষ দুটি দল সরাসরি প্রিমিয়ার লিগে উঠে যাবে। সে দুটি অবস্থান এখন লিডস ইউনাইটেড এবং বার্নলির দখলে। আর তৃতীয় থেকে ষষ্ঠ দলকে খেলতে প্লে-অফ পর্ব। তৃতীয় স্থানে থাকা শেফিল্ডের জন্য তাই প্রিমিয়ার লিগের পথ কিছুটা কঠিন হয়ে উঠছে বৈকি!
এসবের ফলে প্রশ্ন উঠছে, আগামী মৌসুমে তাহলে কোন লিগে খেলতে দেখা যাবে হামজাকে? লেস্টার চ্যাম্পিয়নশিপে নেমে যাওয়ায় সেখানেই তার খেলার সম্ভাবনা বেশি। তবে যদি শেফিল্ড প্রিমিয়ার লিগে উত্তীর্ণ হয় এবং তারা স্থায়ীভাবে হামজাকে দলে টানে–সেক্ষেত্রে আবারও ইংলিশ ফুটবলের শীর্ষ স্তরে দেখা যাবে হামজাকে।