আমিরুল ইসলাম অল্ডাম, মেহেরপুর জেলা প্রতিনিধি :
মেহেরপুরের গাংনী উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) প্রীতম সাহা এর অনাকাঙ্খিত বদলির আদেশ বাতিলের দাবিতে মানববন্ধন অনুষ্ঠিত হয়েছে।
আজ বুধবার সকালে গাংনী উপজেলা পরিষদের সামনে গাংনী উপজেলা মুক্তিযোদ্ধা কমান্ড কাউন্সিলের সাবেক কমান্ডার বীর মুক্তিযোদ্ধা শামসুল আলম সোনার নেতৃত্বে মুক্তিযোদ্ধাদের আয়োজনে মানব বন্ধন অনুষ্ঠিত হয়েছে। মানববন্ধনে জনগণের বন্ধু জনপ্রিয় উপজেলা নির্বাহী অফিসারের বদলী আদেশ বাতিলের দাবি জানানো হয়।
মানববন্ধনে বক্তারা বলেন , উপজেলা নির্বাহী অফিসার প্রীতম সাহা গাংনীর মানুষের পাশে থেকে নিরলসভাবে সেবা দিয়েছেন। তিনি একজন মানব দরদী প্রশাসক ছিলেন। তিনি উপজেলার দরিদ্র ও অসহায় মানুষের সহায়তা ও সেবা করেছেন।
এমনকি চলমান এসএসসি ও সমমানের পরীক্ষার্থী দের বাসায় রাতের বেলায় লেখাপড়ার ঁেখাজ খবর নিয়ে প্রশংসা কুড়িয়েছেন। তার নেতৃত্বে গাংনীতে বিভিন্ন উন্নয়নমূলক কর্মকান্ড বাস্তবায়ন করাতে তার বিশেষ অবদান রয়েছে।
মানববন্ধনে উপজেলার প্রায় ২ শতাধিক মুক্তিযোদ্ধা ও শহীদ মুক্তিযোদ্ধা পরিবারের সদস্যরা অংশগ্রহন করেন। তারা ইউএনও প্রীতম সাহার বদলি আদেশ দ্রুত বাতিল করার দাবি জানান।
এসময় মুক্তিযোদ্ধা মোজাম্মেল হক, কামাল হোসেন, গোলাম মোস্তফা, হিসাবউদ্দীন, এর আগে গত মঙ্গলবার বিকেলে গাংনীর সর্বস্তরের জনগন জনপ্রিয় ইউএনও প্রীতম সাহার বদলির আদেশ বাদিলের দাবি তুলে মানববন্ধন করেন।
অফিস সূত্রে জানা গেছে, সোমবার খুলনা বিভাগীয় কার্যালয়ের সিনিয়র সহকারি কমিশনার মো. পারভেজ স্বাক্ষরিত এ প্রজ্ঞাপনের মাধ্যমে ইউএনও প্রীতম সাহাকে খুলনা বিভাগীয় কমিশনারের কার্যালয়ে স্থলাভিসিক্ত করা হয়েছে। বিভাগীয় কার্যালয়ের সিনিয়র সহকারী কমিশনার আনোয়ার হোসেন গাংনী উপজেলা নির্বাহী অফিসার হিসেবে যোগদান করবেন।