দ্বিতীয় টেস্ট: বড় চমক রেখে বাংলাদেশের স্কোয়াড ঘোষণা

শুভদিন অনলাইন রিপোর্টার:

সিলেটে জিম্বাবুয়ের বিপক্ষে হার দিয়ে দুই ম্যাচের টেস্ট সিরিজ শুরু করেছে বাংলাদেশ। এরপরই দ্বিতীয় টেস্টের জন্য ১৫ সদস্যের দল ঘোষণা করেছে বিসিবি। যেখানে তিন বছর পর আন্তর্জাতিক টেস্ট দলে ডাক পেয়েছেন এনামুল হক বিজয়। এ ছাড়া এখনও টেস্টে অভিষেক না হওয়া স্পিনার তানভীর ইসলামও স্কোয়াডে রয়েছেন।
বুধবার রাতে পাঠানো এক সংবাদ বিজ্ঞপ্তিতে জিম্বাবুয়ের বিপক্ষে সিরিজের দ্বিতীয় ও শেষ টেস্টের স্কোয়াড ঘোষণা করেছে বিসিবি। সেই ম্যাচে আগামী ২৮ এপ্রিল চট্টগ্রামের বীরশ্রেষ্ঠ ফ্লাইট লে. মতিউর রহমান স্টেডিয়ামে (সাবেক জহুর আহমেদ) মুখোমুখি হবে দুই দল।
আগের ম্যাচের দলে যে একটি পরিবর্তন আসছে সেটি আগেই ধারণা করা হয়েছিল। কারণ নাহিদ রানা এই ম্যাচ খেলেই পাকিস্তান সুপার লিগ (পিএসএল) খেলতে চলে যাবেন। তার জায়গায় দলে নেওয়া হয়েছে স্পিনার তানভীরকে। এ ছাড়া প্রথম টেস্টের স্কোয়াডে থাকলেও খেলা হয়নি ওপেনার জাকির হাসানের। আসন্ন টেস্টে তার পরিবর্তে ডাক পেয়েছেন বিজয়। যিনি সাম্প্রতিক সময়ে ঢাকা প্রিমিয়ার লিগে (ডিপিএল) দারুণ ফর্মে আছেন।

দ্বিতীয় টেস্টে বাংলাদেশ স্কোয়াড:-
নাজমুল হোসেন শান্ত (অধিনায়ক), মাহমুদুল হাসান জয়, সাদমান ইসলাম, এনামুল হক বিজয়, মুমিনুল হক, মুশফিকুর রহিম, মাহিদুল ইসলাম অঙ্কন, জাকের আলি অনিক, মেহেদি হাসান মিরাজ, তাইজুল ইসলাম, নাঈম হাসান, তানভীর ইসলাম, হাসান মাহমুদ, সৈয়দ খালেদ আহমেদ ও তানজিম হাসান সাকিব।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *