মেহেরপুরের আমঝুপিতে শিশু বলাৎকারের শাস্তি নিশ্চিত করার দাবিতে মানববন্ধন

আমিরুল ইসলাম অল্ডাম, মেহেরপুর জেলা প্রতিনিধি:

ঘটনায় অভিযুক্ত গোলাম মোস্তফার দ্রুত বিচার ট্রাইব্যুনালের মাধ্যমে দৃষ্টান্তমূলক শাস্তি নিশ্চিত করার দাবিতে মানববন্ধন করা হয়েছে। আজ রবিবার সকালের দিকে মেহেরপুর জেলা প্রশাসকের কার্যালয়ের সামনে এ মানববন্ধন অনুষ্ঠিত হয়। মানববন্ধনে বক্তারা বলেন, শিশুদের নিরাপত্তা নিশ্চিত করতে সমাজের প্রত্যেকটি স্তরকে আরও সচেতন হতে হবে। গোলাম মোস্তফার ন্যক্কারজনক কর্মকাণ্ডের তীব্র নিন্দা জানিয়ে বক্তারা দ্রুত বিচার কার্যক্রম শুরু করে কঠোর শাস্তির দাবি জানান।
তারা বলেন, এমন অপরাধের সুষ্ঠু বিচার না হলে ভবিষ্যতে আরও বড় সংকট তৈরি হতে পারে।মানব বন্ধন শেষে মেহেরপুর জেলা প্রশাসকের কাছে স্মারকলিপি প্রদসন করা হয় । মানববন্ধনে আমঝুপি ইউনিয়নের সর্বস্তরের জনগণ অংশগ্রহণ করে।

 

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *