বিচারাধীন মামলার ওপর আইন মন্ত্রণালয়ের হস্তক্ষেপের সুযোগ নেই: আইন উপদেষ্টা

শুভদিন অনলাইন রিপোর্টার:

বিচারাধীন মামলার ওপর আইন মন্ত্রণালয়ের হস্তক্ষেপের সুযোগ নেই: আইন উপদেষ্টা

বর্তমান সরকারের অধীনে বিচার বিভাগ সম্পূর্ণ স্বাধীন বলে জানিয়েছেন আইন উপদেষ্টা অধ্যাপক আসিফ নজরুল। তিনি বলেন, উচ্চ আদালতে বিচারাধীন কোনো মামলার ওপর আইন মন্ত্রণালয়ের হস্তক্ষেপ করার কোনো সুযোগ নেই।
সোমবার রাজধানীর ওসমানী মিলনায়তনে সাংবাদিকদের ব্রিফিংকালে আইন উপদেষ্টা এসব কথা বলেন। অধ্যাপক আসিফ নজরুল বলেন, কোন মামলা কার্যতালিকার কত নম্বরে আসবে বা কবে শুনানি হবে তা আদালত ঠিক করে। এ বিষয়ে আইন মন্ত্রণালয়ের করার কিছু নেই।
উচ্চ আদালতের ওপর সরকারের হস্তক্ষেপ প্রসঙ্গে তিনি বলেন, আগের যে সরকার ছিল, তা একটি ফ্যাসিস্ট সরকার ছিল। তারা কোনো নিয়ম নীতি মানতো না। তারা একজন প্রধান বিচারপতিকে গলা ধাক্কা দিয়ে দেশ থেকে বের করে দিয়েছে। আমরা তো সেই সরকার না। আমাদের কোনো এখতিয়ার নেই উচ্চ আদালতের বিষয়ে হস্তক্ষেপ করার।
ঝিনাইদহে শিশু আছিয়া হত্যা মামলা প্রসঙ্গে আইন উপদেষ্টা বলেন, মামলার বিচারকার্য শুরু হয়েছে গত বুধবার। মামলার চার্জশিট পেতে একটু দেরি হয়েছিল। আদালত অত্যন্ত গুরুত্বের সঙ্গে বিচারকার্য পরিচালনা করছে। আমি আশা করছি খুব দ্রুত রায় পাবো।
বাংলাদেশে উদ্দেশ্যপ্রণোদিত অনেক মামলা হচ্ছে বলে স্বীকার করেন আসিফ নজরুল। অভিনেতা ইরেশ জাকেরের বিরুদ্ধে মামলা প্রসঙ্গে তিনি জানান, মামলা করতে কোনো বাধা নেই। যে কেউ চাইলে মামলা করতে পারেন। কিন্তু কেউ বাণিজ্যিক উদ্দেশে মামলা করছে কিনা বা মামলার বস্তুনিষ্ঠতা আছে কিনা তা জানতে প্রশাসনকে নির্দেশ দেয়া হয়েছে। এছাড়া উদ্দেশ্যপ্রণোদিত মামলা কারা করছে তার খোঁজ নিতে সাংবাদিকদের প্রতি আহ্বান জানান উপদেষ্টা।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *