কাতারের আমীরের সেই এয়ার অ্যাম্বুলেন্সেই ফিরছেন খালেদা জিয়া

শুভদিন অরলাইন রিপোর্টার:

কাতারের আমীরের দেয়া বিশেষ এয়ার এম্বুলেন্সেই দেশে ফিরছেন বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়া। সোমবার বিশেষ এই বিমানে তিনি ঢাকা ফিরবেন বলে জানিয়েছেন বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। শনিবার সন্ধ্যায় গুলশানে চেয়ারপারসনের কার্যালয়ে এক ব্রিফিংয়ে তিনি এ তথ্য জানান। এর আগে সিলেট বিএনপি’র পক্ষ থেকে জানানো হয়, বাংলাদেশ বিমানের নিয়মিত ফ্লাইটে সিলেট হয়ে ঢাকা ফিরবেন খালেদা জিয়া। তাকে স্বাগত জানাতে নেতাকর্মীরা প্রস্তুতি নিচ্ছেন বলেও জানানো হয়।
লন্ডনে অবস্থানরত খালেদা জিয়ার সফরসঙ্গী ও চেয়ারপারসনের উপদেষ্টা ড. এনামুল হক চৌধুরীর সঙ্গে যোগাযোগ করা হলে রাতে তিনি বলেন, কাতারের আমীরের দেয়া বিশেষ এয়ার এম্বুলেন্সে করেই তিনি ঢাকা ফিরবেন। এম্বুলেন্সের জন্য হিথ্রো বিমানবন্দরে শ্লটের আবেদন করা হয়েছে। সেটা পাওয়ার পরই ফ্লাইটের সময় জানা যাবে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *