বিশাল জনসমর্থন নিয়ে নারায়ণগঞ্জ-৩ আসনে এনসিপি থেকে তুহিন মাহমুদের মনোনয়নের সম্ভাবনা

আনিসুর রহমান, নারায়ণগঞ্জ:

জাতীয় নাগরিক পার্টি (এনসিপি)–এর ব্যানারে নারায়ণগঞ্জ-৩ (সোনারগাঁ) আসন থেকে আসন্ন জাতীয় সংসদ নির্বাচনে তুহিন মাহমুদ মনোনয়ন পেতে যাচ্ছেন এমনটাই জোর গুঞ্জন রাজনৈতিক মহলে। ইতোমধ্যেই তিনি এলাকায় গড়ে তুলেছেন বিশাল জনসমর্থন, বিশেষ করে তরুণ প্রজন্ম এবং সাধারণ মানুষের মধ্যে তার জনপ্রিয়তা চোখে পড়ার মতো।

তুহিন মাহমুদ এনসিপির যুব সংগঠন জাতীয় যুবশক্তি–এর কেন্দ্রীয় সিনিয়র যুগ্ম আহ্বায়ক হিসেবে দায়িত্ব পালন করছেন। দলের ভেতরে ও বাইরে তাকে একজন সৎ, উদ্যমী ও দক্ষ সংগঠক হিসেবে বিবেচনা করা হয়। সোনারগাঁর রাজনীতিতে তার ব্যাপক উপস্থিতি, সমাজসেবামূলক কর্মকাণ্ড এবং শিক্ষিত ও ভদ্র রাজনৈতিক ভাষা তাকে আলাদা করে তুলেছে।

স্থানীয় নেতাকর্মীদের মতে, তুহিন মাহমুদের পক্ষে মাঠে নেমেছে হাজারো তরুণ-যুবক, যাদের অনেকেই পূর্বে কোনো রাজনৈতিক সংগঠনের সঙ্গে যুক্ত ছিলেন না। তার নেতৃত্বে সোনারগাঁয়ে এনসিপি অভূতপূর্ব গতিতে সাংগঠনিক বিস্তার ঘটাচ্ছে।

একজন স্থানীয় বাসিন্দা বলেন,

“তুহিন ভাই শুধু নেতা না, উনি এলাকার একজন আপনজন। ভালোবাসা থেকেই আমরা তাকে ভোটে দেখতে চাই।”

এদিকে রাজনৈতিক বিশ্লেষকেরা মনে করছেন, এনসিপি যদি তুহিন মাহমুদের মতো জনপ্রিয় ও তৃণমূলকেন্দ্রিক প্রার্থীকে মনোনয়ন দেয়, তবে নারায়ণগঞ্জ-৩ আসনে নতুন একটি রাজনৈতিক সমীকরণ তৈরি হতে পারে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *