বারবার উচ্ছেদেও সোনারগাঁ মোগরাপাড়া চৌরাস্তার ফুটপাত ও হাইওয়ে দখলদারদের দখলে

আনিসুর রহমান, নারায়ণগঞ্জ:
সোনারগাঁয়ের মোগরাপাড়া চৌরাস্তার ওভারব্রিজের নিচে হাইওয়ে ও ফুটপাত দখল করে গড়ে ওঠা অস্থায়ী দোকানপাট ও অবৈধ স্থাপনা বহুবার উচ্ছেদ করা হলেও বাস্তবে এর কোনো স্থায়ী সমাধান হয়নি। ফলে সরকারের বিপুল অর্থব্যয় হলেও জনসাধারণ পাচ্ছে না কাঙ্ক্ষিত সুবিধা।

প্রায় প্রতিবারই প্রশাসনের উদ্যোগে উচ্ছেদ অভিযান চালানো হয়, কিন্তু কিছুদিনের মধ্যেই দখলদাররা পুনরায় সেই জায়গায় ফিরে আসে। ফলে এলাকাবাসী চরম দুর্ভোগে পড়ছেন। ওভারব্রিজের নিচে এবং রাস্তার দুই পাশে বসানো দোকান ও অবৈধ যানবাহন চলাচলে মারাত্মক প্রতিবন্ধকতা সৃষ্টি করছে, বাড়ছে দুর্ঘটনার আশঙ্কাও।

স্থানীয়দের অভিযোগ, “প্রশাসন শুধু মাঝে মাঝে দেখানোর জন্য উচ্ছেদ অভিযান চালায়। কিন্তু কিছুদিন পর সব আবার আগের অবস্থায় ফিরে যায়। এতে সরকারের অর্থ, সময়, শ্রম—সবই অপচয় হচ্ছে।”

সাধারণ পথচারীরা জানান, ফুটপাত দখল হয়ে যাওয়ায় তাদের সড়কে হেঁটে চলতে হয়, যা ঝুঁকিপূর্ণ এবং অনিরাপদ। বিশেষ করে নারী ও শিশুদের জন্য এটি মারাত্মক ভোগান্তির কারণ।

এ বিষয়ে জানতে চাইলে স্থানীয় প্রশাসনের একজন কর্মকর্তা জানান, “আমরা নিয়মিত অভিযান চালাচ্ছি। তবে পুনরায় দখল ঠেকাতে স্থানীয়দের সহযোগিতা এবং রাজনৈতিক সদিচ্ছা প্রয়োজন।”

স্থানীয় বিশ্লেষকরা মনে করছেন, কেবল উচ্ছেদ নয়, এর স্থায়ী সমাধানের জন্য প্রয়োজন সমন্বিত পরিকল্পনা, যেমন—নির্দিষ্ট পুনর্বাসন ব্যবস্থা, বিকল্প বাজার স্থাপন ও নিয়মিত তদারকি।

উল্লেখ্য, দীর্ঘদিন ধরে চলমান এই দখল-উচ্ছেদ-পুনর্দখলের খেলায় সবচেয়ে ক্ষতিগ্রস্ত হচ্ছেন সাধারণ মানুষ এবং নষ্ট হচ্ছে রাষ্ট্রীয় সম্পদ।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *