নওগাঁয় বাংলা ইশারা ভাষা প্রশিক্ষণের উদ্বোধন

বিশেষ প্রতিনিধিঃ

প্রথমবারের মতো নওগাঁয় দুইদিনব্যাপী বাংলা ইশারা ভাষা শীর্ষক প্রশিক্ষণ অনুষ্ঠিত হচ্ছে। জেলা প্রশাসকের নিজস্ব উদ্যোগে এই প্রশিক্ষণ কর্মশালার আয়োজন করা হয়েছে। জেলা প্রশাসন ও জেলা সমাজসেবা অধিদপ্তরের যৌথ উদ্যোগে দুইদিনব্যাপী এই প্রশিক্ষণ কর্মশালা বাস্তবায়িত হচ্ছে। ৬ জুলাই (বুধবার) সদর উপজেলা মিনি অডিটোরিয়ামে অতিরিক্ত জেলা প্রশাসক (শিক্ষা ও আইসিটি) জান্নাত আরা তিথির সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে প্রশিক্ষণ কর্মশালার আনুষ্ঠানিক উদ্বোধন করেন জেলা প্রশাসক মোহাম্মদ আব্দুল আউয়াল। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ডেপুটি সিভিল সার্জন ডা: মুনীর আলী আকন্দ, জেলা সমাজ সেবা কর্মকর্তা নূর মোহাম্মদ, সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা মো: ইবনুল আবেদীন। প্রশিক্ষণ কর্মশালায় জেলার সকল উপজেলা সমাজসেবা কর্মকর্তা, বিভিন্ন উপজেলার ৫২জন বাক প্রতিবন্ধী ব্যক্তি, জেলার সকল প্রতিবন্ধী বিদ্যালয়ের শিক্ষকগণ, বিভিন্ন এনজিও প্রতিনিধি প্রমুখ অংশগ্রহণ করছেন। প্রশিক্ষণ কর্মশালায় প্রশিক্ষণ প্রদান করছেন রাজশাহী সমাজ সেবা অধিদপ্তরের ইশারা ভাষার শিক্ষক সায়েম খাঁন ও বিটিভির ইশারা ভাষার সংবাদ পাঠক মো: আরিফুল ইসলাম।
এসময় বাংলা ইশারা ভাষার গুরুত্ব ও প্রয়োজনীতা তুলে ধরে প্রধান অতিথি জেলা প্রশাসক মোহাম্মদ আব্দুল আউয়াল বলেন ইশারা ভাষা অত্যন্ত গুরুত্বপূর্ণ। বিশেষ করে এক ভাষার মানুষ অন্য ভাষার দেশে গেলে ভাষা সংক্রান্ত যে জটিলতায় ভোগেন সেই ভোগান্তি থেকে মুক্তি পেতে এবং দেশের বাক প্রতিবন্ধীদের দেশের সম্পদ হিসেবে বিনির্মাণ করতে এই ইশারা ভাষার কোন বিকল্প নেই। তাই এই স্বল্প সময়ে প্রশিক্ষণ থেকে প্রাপ্ত লব্ধজ্ঞান নিজেরা আয়ত্ত করবো এবং আশেপাশের বাকপ্রতিবন্ধী মানুষদের সঙ্গে শেয়ার করবো। এছাড়া প্রতিটি মানুষের জন্যই এই ইশারা ভাষা জানা খুবই গুরুত্বপূর্ণ। তাই আগামীতে আরো বড় পরিসরে এই বাংলা ইশারা ভাষা প্রশিক্ষণের আয়োজনের অঙ্গিকার ব্যক্ত করেন প্রধান অতিথি।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *