১১০০ অস্ত্র উদ্ধার : ৯ দোকান কর্মচারী তিন দিনের রিমান্ডে

শুভদিন অনলাইন রিপোর্টার:

রাজধানীর নিউ মার্কেট এলাকার দোকান এবং গুদাম থেকে বিভিন্ন ধরনের ১,১০০টি ধারালো অস্ত্র উদ্ধারের ঘটনায় অস্ত্র আইনের মামলায় নয়জন দোকান কর্মচারীর তিন দিন করে রিমান্ড মঞ্জুর করেছে আদালত।

আজ তাদের ঢাকার চিফ মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট আদালতে হাজির করে পুলিশ। এরপর মামলার সুষ্ঠু তদন্তের জন্য তাদের সাত দিন করে রিমান্ডে নিতে আবেদন করেন মামলার তদন্তকারী কর্মকর্তা। শুনানি শেষে ঢাকা মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট আব্দুল ওয়াহাব তাদের তিন দিন করে রিমান্ড মঞ্জুর করেন।

শনিবার (৯ আগস্ট) নিউমার্কেট এলাকার কয়েকটি দোকান ও গুদামে অভিযান চালিয়ে প্রায় ১ হাজার ১০০টি ধারালো অস্ত্র উদ্ধার করে সেনাবাহিনী। এ সময় এসব অস্ত্র বিক্রি ও সরবরাহের সঙ্গে জড়িত এই নয়জনকে গ্রেফতার করা হয়। এ ঘটনায় নিউমার্কেট থানায় অস্ত্র আইনে একটি  মামলা দায়ের করে পুলিশ।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *