গাজীপুরে সাংবাদিক হত্যাকারীদের দৃষ্টান্তমূলক শাস্তির দাবিতে ইসলামী আন্দোলনের সংবাদ সম্মেলন

মোঃ নূরুল ইসলাম সবুজ, গাজীপুরঃ

সাংবাদিক হত্যা এবং আইনশৃঙ্খলার অবনতি নিয়ে প্রেস ব্রিফিংয়ের আয়োজন কর ইসলামী আন্দোলন বাংলাদেশ, গাজীপুর মহানগর শাখা। ১১ আগস্ট, সোমবার গাজীপুর প্রেস ক্লাবে আয়োজিত প্রেস ব্রিফিংয়ে দলের পক্ষ থেকে ব্রিফ করেন কেন্দ্রীয় সিনিয়র যুগ্ম মহাসচিব মাওলানা গাজী আতাউর রহমান।

তিনি গত ৭ ই আগস্ট, বৃহস্পতিবার সন্ধ্যায় দৈনিক প্রতিদিনের কাগজ পত্রিকার স্টাফ রিপোর্টার সাংবাদিক আসাদুজ্জামান তুহিনকে প্রশাসনের দোরগোড়ায়, জনাকীর্ণ চান্দনা চৌরাস্তায় বহুমামলার আসামীদের সংঘবদ্ধ চক্র কর্তৃক নির্মম ভাবে হত্যা, বাদশা মিয়া নামক পথচারীকে কুপিয়ে আহত করা,আগের দিন আরেক সাংবাদিক আনোয়ারকে পুলিশের সামনে বেদম প্রহার ও ইট দিয়ে হাত-পা সহ বিভিন্ন অঙ্গ থেঁতলে দেওয়া এবং প্রতিদিনই সাধারণ মানুষ হত্যা, ছিনতাই ও চাঁদাবাজির শিকার হওয়ায় গভীর উদ্বেগ প্রকাশ করেন।

এসকল হত্যাকান্ড এবং অপরাধ বৃদ্ধিতে প্রশাসনের দুর্বলতা এবং প্রচলিত বিচারব্যবস্থাকে দায়ী করেন ১৫/১২/৮ মামলার আসামীরা কীভাবে সংঘবদ্ধভাবে জনগণের জানমালের ক্ষয়ক্ষতি করতে পারে সে প্রশ্ন রাখেন সকলের সামনে। জুলাই বিপ্লবের একবছর পার হওয়ার পরও বিপ্লবের সময়ে গণহত্যাকারী পুলিশ নিহত হওয়ার বাহানায় এখন তারা দায়িত্ব পালন করতে সাহস পাচ্ছেনা মর্মে জিএমপি কমিশনারের বক্তব্যকে তিনি প্রত্যাক্ষাণ করেন। এতদিন পরেও বিপ্লবী দেশ-জনতাকে নিরাপত্তা দিতে অপারগ-ব্যর্থ প্রশাসনের বিষয়ে সরকারের জরুরী হস্তক্ষেপ কামনা করেন।

গাজীপুরের পুলিশ প্রশাসনকে ঢেলে সাজানোর দাবিও জানান সরকারের নিকট। জিএমপি কমিশনারের ২০০০ পুলিশ বৃদ্ধির আবেদনকে তিনি ইতিবাচক হিসেবে অবহিত করে কমিশনারকে ধন্যবাদ জানান। তবে তিনি ২০০০ নয় বরং নূন্যতম ৫০০০ হাজারে উন্নীত করার দাবী জানান।

তিনি বলেন, সাংবাদিক আসাদুজ্জামান তুহিনের সকল হত্যাকারীদের দ্রুত গ্রেপ্তার করে সর্বোচ্চ ও দৃষ্টান্তমূলক শাস্তি নিশ্চিত করতে হবে। সেই সাথে বহু মামলার আসামি এই সংঘবদ্ধ হত্যাকারীদের মদদদাতা ও আশ্রয় দাতাদের পরিচয় উদঘাটন এবং জনসম্মুখে তা প্রকাশ করতে হবে। কিশোরগ্যাংদের কাউন্সিল করা এবং রাজনৈতিক সেল্টারদাতাদের বিরুদ্ধে যথাযথ ব্যবস্থা নিতে হবে। ফুটপাত দখলমুক্ত এবং চাঁদাবাজী বন্ধ করতে হবে। রাজনৈতিক প্রভাবমুক্ত প্রশাসন গড়তে হবে ছিনতাইকারীদের চিহ্নিত স্পট গুলো সিসি ক্যামারের মাধ্যমে নজরদারিতে রাখতে হবে। ছিনতাইকারীদের চিহ্নিত স্পট গুলোতে সার্বক্ষণিক পুলিশি টহল নিশ্চিত করতে হবে। সব কিছুর মূল হোতা মাদক ব্যবসায়ীরা। গাজীপুরকে মাদকমুক্ত পরিবেশ হিসেবে গড়ে তুলতে হবে।

ব্রিফিংয়ে উপস্থিত ছিলেন ইসলামী আন্দোলন বাংলাদেশ গাজীপুর মহানগর এর সভাপতি আলহাজ্ব মুহাম্মাদ ফাইজ উদ্দিন, সিনিয়র সহ-সভাপতি মাওলানা এম এ হানিফ সরকার, সহ-সভাপতি মাওলানা হাবিবুর রহমান মিয়াজী, অধ্যক্ষ মাওলানা শহিদুল ইসলাম, সেক্রেটারি মুফতী হুসাইন আহমদ, সাংগঠনিক সম্পাদক, এইচ এম সাইদুর রহমান, প্রচার ও দাওয়াহ সম্পাদক এইচ এম ওয়াহিদুল ইসলাম, দপ্তর সম্পাদক মাওলানা রফিকুল ইসলাম মন্ডলসহ সহযোগী সংগঠনের নগর নেতৃবৃন্দ।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *