কুষ্টিয়ার মিরপুরে সাংবাদিকের উপর সন্ত্রাসী হামলার প্রতিবাদে মানববন্ধন

মোঃ জালাল উদ্দিন খান, কুষ্টিয়া:

কুষ্টিয়ার মিরপুরে সাংবাদিকের উপর সন্ত্রাসী হামলার প্রতিবাদে মানববন্ধন

কুষ্টিয়ার মিরপুরে সাংবাদিকের উপর সন্ত্রাসী হামলার প্রতিবাদে এবং হামলাকারী কুখ্যাত সন্ত্রাসী মিলন হোসেন ও তার সহযোগিদের গ্রেফতার এবং শাস্তির দাবিতে মানববন্ধন ও প্রতিবাদ সমাবেশ অনুষ্ঠিত হয়েছে।

মিরপুর প্রেসক্লাবের যুগ্ম সাধারণ সম্পাদক ফিরোজ আহাম্মেদ ১১ আগষ্ট ভোরে বাড়ি থেকে মসজিদে ফজরের নামাজ আদায়ের জন্য যাওয়ার পথে কুখ্যাত সন্ত্রাসী মিলন হোসেনের নেতৃত্বে ৫-৬ জন তাকে হত্যার উদ্দেশ্য হামলা করে। পরবর্তীতে স্থানীয় জনগণের সহযোগিতা পরিবারের সদস্য তাকে মুমূর্ষ অবস্থায় উদ্ধার করে প্রথমে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে, কুষ্টিয়া জেনারেল হাসপাতাল এবং উন্নত চিকিৎসার জন্য রাজধানীর শ্যামলীতে ট্রমা হাসপাতালে ভর্তি করেন। এ ঘটনার প্রতিবাদে মিরপুর প্রেসক্লাবের উদ্যোগে সর্বস্তরের জনগণের অংশ গ্রহণে বুধবার বিকেলে মিরপুর বাজারের ঈগল চত্বরে মানববন্ধন ও প্রতিবাদ সভা অনুষ্ঠিত হয়।

প্রেসক্লাবের সভাপতি মারফত আফ্রিদী’র সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক রাশেদুজ্জামান রিমন’র পরিচালনায় বক্তব্য রাখেন উপজেলা মুক্তিযোদ্ধা কমান্ডের সাবেক কমান্ডার নজরুল করিম, কুষ্টিয়া প্রেসক্লাবের সহ-সভাপতি মিজানুর রহমান লাকী, জেলা জাতীয়তাবাদী সাংবাদিক ফোরামের সভাপতি শামসুল আলম স্বপন, মিরপুর প্রেসক্লাবের সাবেক সভাপতি বাবলু রঞ্জন বিশ্বাস, আছাদুর রহমান বাবু, সাবেক আহ্বায়ক হুমায়ুন কবির হিমু, সাংগঠনিক সম্পাদক কুদরতে খোদা সবুজ, আলো সংস্থার সভাপতি অধ্যাপক আনোয়ার হোসেন, ইন্ডিপেন্ডেন্ট টেলিভিশনের জেলা প্রতিনিধি মিলন উল্লাহ, কুষ্টিয়া প্রেসক্লাবের সদস্য হাবিবুর রহমান, আমলা প্রেসক্লাবের সাবেক সভাপতি মামুনুল ইসলাম ঝন্টু প্রমুখ। এ সময়ে শিক্ষক, সাংবাদিক, এনজিও প্রতিনিধি, ব্যবসায়ী ও আদিবাসী জনগোষ্ঠী অংশ নেয়। মানববন্ধনে বক্তরা অবিলম্বে সন্ত্রাসী মিলন হোসেন ও তার সহযোগিতাদের গ্রেফতার করে দৃষ্টান্ত মুলক শাস্তির দাবি জানান।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *