মেহেরপুর জেলা প্রতিনিধি :
মেহেরপুরের গাংনীতে ২ তলা ঘরের ছাদ থেকে পড়ে কুরছিয়া খাতুন (৩২) নামের এক গৃহবধূর মূত্যু হয়েছে। নিহত কুরছিয়া খাতুন ২ সন্তানের জননী এবং গাংনী পৌরসভাধীন চৌগাছা ভিটাপাড়ায় বসবাসকারী আব্দুল মতিনের স্ত্রী।
আজ বৃহস্পতিবার দুপুরের দিকে ছাদে নারিকেলের পাতা(ডাইগু) কাটতে গেলে অসাবধানতাবশতঃ নিচে থাকা প্রাচীরের সাথে ধাক্কা লেগে ঘটনাস্থলেই মারা যায়। তারপরেও স্থানীয়রা উদ্ধার করে গাংনী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত ডাক্তার তাকে মৃত ঘোষনা করেন।
পারিবারিক সূত্রে জানা গেছে, কুরছিয়া খাতুন তার নিজ বাড়ীর (২ তলা) ছাদে উঠে ঘরের সাথে ধাকা নারিকেল গাছের পাতা (ডাইগু) কাটতে চেষ্টা করে । একটি ডাল কাটা হলেও অন্য ডাল কাটতে গেলে হঠাৎ পা ফসকে নিচে পড়ে যান। গাছের
নিচে রয়েছে প্রাচীর ও টিন সেডের রান্না ঘর। ছাদ থেকে ছিটকে পড়ে প্রথমত টিনের চালে এবং সেখানে ধাক্কা লেগে প্রাচীরের সাথে সজোরে মাথায় আঘাত লেগে ঘটনাস্থলেই তিনি মারা যান।
হাসপাতালে নিয়ে আসলে কর্তব্যরত চিকিৎসক মৃত ঘোষনা করলে স্বজন হারানো কষ্টে কান্নার রোল পড়ে যায়।
এব্যাপারে গাংনী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) বানী ইসরাইল মৃত্যুর ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন। তিনি জানান, ঘটনাস্থলে পুলিশ পাঠানো হয়েছে। পরিবারের পক্ষ থেকে কোন অভিযোগ না হলে দাফনের অনুমতি দেয়া যেতে পারে।