নৌপরিবহন উপদেষ্টার সাথে চীনের সিসিইসিসির বৈঠক 

শুভদিন অনলাইন রিপোর্টার:

নৌপরিবহন এবং শ্রম ও কর্মসংস্থান উপদেষ্টা ব্রিগেডিয়ার জেনারেল (অবঃ) ড. এম সাখাওয়াত হোসেনের সাথে গতকাল চীনের সিসিইসিসি সদরদপ্তরে চীনের সিভিল ইঞ্জিনিয়ারিং কনস্ট্রাকশন কর্পোরেশনের চেয়ারম্যান (সিসিইসিসি) লিউ উইমিন এর বৈঠক অনুষ্ঠিত হয়েছে।

জিওবি’র অর্থায়নে ও সিসিইসিসির সহযোগিতায় বাস্তবায়নাধীন পায়রা বন্দরের প্রথম টার্মিনাল এবং আনুষঙ্গিক সুবিধাদি নির্মাণ (২য় সংশোধিত) শীর্ষক প্রকল্পের অগ্রগতি ও সার্বিক বিষয় নিয়ে বৈঠকে বিস্তারিত আলোচনা করা হয়।

বৈঠকে উপদেষ্টা বলেন, চীন বাংলাদেশের অন্যতম উন্নয়ন অংশীদার ও বন্ধু রাষ্ট্র। বিনিয়োগ বৃদ্ধির মাধ্যমে দ্বিপাক্ষিক সম্পর্ক আরো শক্তিশালী করার সুযোগ রয়েছে। এসময় তিনি বাংলাদেশের জাহাজ নির্মাণ শিল্পসহ কৃষি, ট্রান্সপোর্টেশন ও বন্দর অবকাঠামো উন্নয়ন খাতে চীনের বিনিয়োগ বাড়ানোর আহ্বান জানান।

সাখাওয়াত হোসেন বলেন, মোংলা বন্দরের জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি প্রকল্প চায়না জি টু জি ও জিওবি অর্থায়নে এক্সপানশন অ্যান্ড মর্ডানাইজেশন অব মোংলা পোর্ট প্রকল্পটি ইতোমধ্যে অনুমোদিত হয়েছে। প্রকল্পটি বাস্তবায়ন অত্যন্ত জরুরি। কারণ মোংলা বন্দর কৌশলগতভাবে অত্যন্ত গুরুত্বপূর্ণ এবং মোংলা বন্দরের সক্ষমতা বৃদ্ধিতে এ প্রকল্প গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে। এছাড়া, প্রকল্পটি বাস্তবায়নে চায়না জিটুজি অংশের ফান্ডের জন্য দ্রুত লোন এগ্রিমেন্টের বিষয়ে আলোচনা হয়। এবিষয়ে সিসিইসিসির পক্ষ হতে প্রকল্প দ্রুত শুরু করার পাশাপাশি লোন এগ্রিমেন্টের বিষয়ে চায়না এক্সিম ব্যাংকের সাথে যোগাযোগ অব্যাহত রয়েছে এবং দ্রুত লোন এগ্রিমেন্ট স্বাক্ষর হবে বলে জানান।

বৈঠকে চীনে নিযুক্ত বাংলাদেশের রাষ্ট্রদূতসহ নৌপরিবহন মন্ত্রণালয়, আর্থিক সম্পর্ক বিভাগ ও দূতাবাসের কর্মকর্তারা উপস্থিত ছিলেন।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *