নূর রিন্টু,বিশেষ প্রতিনিধি:
২০ আগস্ট বুধবার সকল ১০ টায় কুষ্টিয়া প্রেস ক্লাবের সামনে থেকে জেলা প্রশাসকের কার্যালয়ের সামনে ঘন্টাব্যাপী কর্মসূচি পালন করে কিন্ডারগার্ডেন ও বেসরকারি বিদ্যালয় এক্য পরিষদ। মানববন্ধনে অংশগ্রহণ করেন কিন্ডারগার্টেন স্কুলের প্রায় এক হাজারেরও বেশী শিক্ষার্থী ও শিক্ষক অভিভাবক সহ অনেকেই। মানববন্ধন শেষে কুষ্টিয়া জেলা প্রশাসক বরাবর স্মারকলিপি প্রদান করেন।
মানববন্ধনে বক্তব্য রাখেন কিন্ডারগার্টেন ও বেসরকারি বিদ্যালয়ের সভাপতি আতিকুর গণি, যুগ্ম মহাসচিব দেলোয়ার হোসেন দুলাল,মহাসচিব রেজাউল হোসেন, সদস্য সচিব জালাল খান ও হরিনারায়ণপুর প্রতিভা প্রি-ক্যাডেট একাডেমি স্কুলের প্রধান শিক্ষিকা মোছাঃ সালমা খাতুনসহ প্রমুখ।
মানববন্ধন কর্মসূচিতে বক্তারা বলেন ২০০৯ সাল থেকে ২০২২ সাল পর্যন্ত সরকারি এই বৃত্তিতে বেসরকারি ও কিন্ডারগার্টেনের শিক্ষার্থীরা অংশগ্রহণ করে আসছে হঠাৎ সরকারের এই বৈষম্যমূলক সিদ্ধান্তের আমরা তীব্র নিন্দা ও প্রতিবাদ জানাই। বক্তারা আরও বলেন বৃত্তি শুধুমাত্র একটি আর্থিক অনুদান নয়, এটি একটি শিশুর আত্মবিশ্বাস। সামাজিক স্বীকৃতি এবং শিক্ষাগত অগ্রগতি অনুপ্রেরণা। তাই বৈষম্যহীন সমাজ নির্মাণে এবং শিশুদের মেধা ও মনোবল এর স্বীকৃতিতে বর্তমান সরকারি ও বেসরকারি সকল শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষার্থীদের প্রাথমিক বৃত্তি পরীক্ষায় অংশগ্রহণের সুযোগ করে দেওয়ার জন্য ডিসি,কুষ্টিয়া কে অনুরোধ করেন।