মোঃ নূরুল ইসলাম সবুজ গাজীপুরঃ
উপসহকারী প্রকৌশলী পদ নিয়ে অব্যাহত অপপ্রচার ও ষড়যন্ত্রের বিরুদ্ধে রাতে বিক্ষোভ মিছিল ও প্রতিবাদ সমাবেশ করেছে ডিপ্লোমা প্রকৌশলীরা।
ডিপ্লোমা প্রকৌশলী কল্যাণ ফাউন্ডেশনের উদ্যোগে শুক্রবার রাত ১০ টায় গাজীপুর শিববাড়ি মোড়ে এ বিক্ষোভ মিছিল ও প্রতিবাদ সমাবেশ অনুষ্ঠিত হয়।
সমাবেশে বক্তব্য রাখেন ডিপ্লোমা প্রকৌশলী কল্যাণ ফাউন্ডেশনের কেন্দ্রীয় প্রতিনিধি ইসহাক পিকু,আফসার উদ্দিন, মোস্তাফিজুর রহমান, সাইফুল ইসলাম শুভ সহ ডিপ্লোমা প্রকৌশল শিক্ষার্থীরা।
উক্ত সমাবেশে ডিপ্লোমা প্রকৌশলী কল্যাণ ফাউন্ডেশনের কেন্দ্রীয় প্রতিনিধিরা বলেন, উপ-সহকারী প্রকৌশলী পদ নিয়ে একটি কুচক্রি মহল কারিগরি শিক্ষা নিয়ে ষড়যন্ত্র ও অপপ্রচার করে দেশকে অস্থিতিশীল করার চেষ্টা করছে। তার প্রতিবাদ স্বরূপ আমাদের আজকের এই বিক্ষোভ মিছিল ও প্রতিবাদ সমাবেশ।
সমাবেশ থেকে তারা যেসব দাবি উত্থাপন করেন সেগুলি হচ্ছে,
মেট্রোরেলের স্থগিত হওয়া সেকশন ইঞ্জিনিয়ার পদের নিয়োগ পরীক্ষা দ্রুত আয়োজন করা, ডিপ্লোমা প্রকৌশলীদের নিয়ে কটুক্তি করে দেশকে অস্থিতিশীল করতে চাওয়া বিএসসি ইঞ্জিনিয়ারিং শিক্ষার্থীদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহণ, শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান প্রদত্ত ১৯৭৮ সালের অধ্যাদেশ অনুযায়ী উপ-সহকারী প্রকৌশলী পদে ডিপ্লোমা প্রকৌশলী ব্যতিত অন্যদের নিয়োগ বন্ধ করা এবং ডিপ্লোমা প্রকৌশলীদের অবদানের স্বীকৃতিস্বরূপ শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান কর্তৃক নির্ধারিত উপ-সহকারী প্রকৌশলী পদ থেকে সহকারী প্রকৌশলী পদে ৩৩% পদোন্নতি সকল প্রতিষ্ঠানে নিশ্চিত করা, ১৯৯৪ সালে বেগম খালেদা জিয়া ঘোষিত সরকারি আদেশ অমান্য করে ডিপ্লোমা ইঞ্জিনিয়ারদের উপ-সহকারী প্রকৌশলী (১০ম গ্রেড) পদের পরিবর্তে পল্লীবিদ্যুতসহ বিভিন্ন প্রতিষ্ঠানে নিম্নতম পদে নিয়োগ দেয়া বন্ধ করা।
এর আগে রাত দশটার দিকে কয়েক হাজার ডিপ্লোমা প্রকৌশলী গাজীপুরের শিমুলতলী থেকে মিছিল নিয়ে এসে অংশ নেন।