ডেঙ্গুতে রেকর্ড ৫৬৮ রোগী হাসপাতালে ভর্তি, আরও ৪ জনের মৃত্যু

শুভদিন অনলাইন রিপোর্টার:

সারা দেশে প্রতিদিনই ডেঙ্গু রোগী বাড়ছে। একদিনে দেশে ডেঙ্গুতে রেকর্ড সংখ্যক ৫৬৮ রোগী বিভিন্ন হাসপাতালে ভর্তি হয়েছেন। গত ২৪ ঘণ্টায় ডেঙ্গু জ্বরে আক্রান্ত হয়ে আরও ৪ জনের মারা গেছেন। এ নিয়ে চলতি বছরে ডেঙ্গুতে মৃতের সংখ্যা বেড়ে ১২২ জন এবং শনাক্ত রোগী বেড়ে দাঁড়িয়েছে ৩১ হাজার ৪৭৬ জনে। আগস্ট মাসে ডেঙ্গুতে আক্রান্ত হয়ে হাসপাতালে ভর্তি রোগীর সংখ্য ১০ হাজার ৪৯৬ জন এবং মারা গেছেন ৩৯ জন। আগের মাসে আক্রান্তের সংখ্যা ছিল ১০ হাজার ৬৮৪ জন এবং মৃত্যুবরণ করেন ৪১ জন।
রোববার স্বাস্থ্য অধিদপ্তরের হেলথ ইমার্জেন্সি অপারেশন সেন্টার ও কন্ট্রোলরুম থেকে পাঠানো ডেঙ্গুবিষয়ক নিয়মিত সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।
বিজ্ঞপ্তিতে বলা হয়, গত ২৪ ঘণ্টায় যারা ডেঙ্গু আক্রান্ত হয়ে হাসপাতালে ভর্তি হয়েছেন তাদের মধ্যে বরিশাল বিভাগে ১১০ জন, চট্টগ্রাম বিভাগে ৯৩ জন, ঢাকা বিভাগের অন্যান্য জেলায় ১১৪ জন, ঢাকা উত্তর সিটি করপোরেশনে ৬৭ জন, ঢাকা দক্ষিণ সিটি করপোরেশনে ৮২ জন, খুলনা বিভাগে ৪২ জন, রাজশাহী বিভাগে ৩৯ জন, ময়মনসিংহ বিভাগে ১৬ জন, সিলেটে ৩ জন রয়েছেন।
গত ২৪ ঘণ্টায় ৫৪০ ডেঙ্গু রোগী সুস্থ হয়ে হাসপাতাল থেকে বাড়ি গেছেন। এ নিয়ে চলতি বছর আক্রান্ত রোগীদের মধ্যে এখন পর্যন্ত মোট ছাড়পত্র পেয়েছেন ২৯ হাজার ৮৬৮ জন।
গত ১লা জানুয়ারি থেকে ৩১শে আগস্ট পর্যন্ত দেশে মোট ডেঙ্গু আক্রান্ত ৩১ হাজার ৪৭৬ জন বিভিন্ন হাসপাতালে ভর্তি হন। এদের মধ্যে ৫৯ দশমিক ৬ শতাংশ পুরুষ এবং ৪০ দশমিক ৪ শতাংশ নারী।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *